14.3 C
London
September 21, 2023
TV3 BANGLA
Uncategorized

কাবা শরিফ ও মসজিদে নববির পরিচালনায় নারী কর্মকর্তা


টিভিথ্রি ডেস্ক: মক্কার মসজিদে হারাম (কাবা শরিফ) ও মদিনার মসজিদে নববির পরিচালনা কমিটির উচ্চ পদে এবার ১০ নারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সৌদি আরব। আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়।

হারামাইন কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কা ও মদিনার ইবাদত-বন্দেগিতে যারা অংশ নেয়, তাদের প্রায় অর্ধেকই নারী। এই বিবেচনায় উচ্চ পদে ১০ নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। নারী অংশগ্রহণকারীদের ভালোমন্দ দেখার জন্য নারীরই প্রয়োজন। তাদের প্রয়োজন উপলব্ধি করতে সক্ষম নারীরাই। এ নিয়োগের ফলে ওমরাহ, হজ ও জিয়ারতে অংশগ্রহণকারী নারীরা স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের মধ্যে কড়া নিরাপত্তায় আয়োজিত হজ ২০২০-এ যথাযথ দক্ষতার সঙ্গে প্রথমবারের মতো নারী স্বেচ্ছাসেবক ও পুলিশরা দায়িত্ব পালন করেছে। সেই ধারাবাহিকতায় এবার দুই পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববির পরিচালনা সংক্রান্ত উচ্চ কমিটিতে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নারীরা।

১৭ আগস্ট ২০২০

আরো পড়ুন

বিলেতে কাজের রাইট পেতে কতোদিন লাগে? কিভাবে দ্রুত পাবেন?

সরকার ঘোষিত কর্মজীবিদের জন্য প্রণোদনা প্রস্তাব

Mortgage & Property Finance Advice l M Mostafizur Rahman BBA(MIS), Msc(Finance)