14.8 C
London
November 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কারাগারের ভুলে যুক্তরাজ্যের জেল হতে বের হয়ে গেলো আরো দুই কয়েদি

যুক্তরাজ্যের আইন মন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, সংসদে ভুলবশত মুক্তিপ্রাপ্ত যৌন অপরাধী ব্রাহিম কাদুর-শেরিফের বিষয়ে বিস্তারিত না জানানো সঠিক সিদ্ধান্ত ছিল। তিনি জানান, তখন তার কাছে সব তথ্য ছিল না। ল্যামি বলেছেন, সরকারের সামনে কারাগার সংকট মোকাবেলায় “একটি বিশাল পাহাড় পাড়ি দিতে হবে।”

দক্ষিণ লন্ডনের এইচএমপি ওয়ান্ডসওর্থ থেকে আরো দুই বন্দি ভুলবশত মুক্তি পেয়েছেন। উইলিয়াম স্মিথ, এক প্রতারক, বৃহস্পতিবার নিজে আত্মসমর্পণ করেছেন। কাদুর-শেরিফ এখনও পলাতক। কারাগারে অতিরিক্ত ভিড়, পুরনো আইটি ব্যবস্থা এবং কাগজভিত্তিক প্রক্রিয়াই ভুল মুক্তির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

ল্যামি জানিয়েছেন, পূর্বে কেবাতুর ভুল মুক্তির পর নতুন চেকলিস্ট চালু করা হয়েছিল। তবে কাদুর-শেরিফের মুক্তির সময় তা কার্যকর হয়নি। তিনি বলেন, এই সপ্তাহের ঘটনা ঘটেছে নতুন যাচাই ব্যবস্থা প্রবর্তনের আগে। প্রধানমন্ত্রী ও লেবার নেতা কিয়ার স্টারমারও আইন মন্ত্রীর পদক্ষেপের সমর্থন জানিয়েছেন।

মেট্রোপলিটন পুলিশ কাদুর-শেরিফের অবস্থান সম্পর্কে জনসাধারণের সহায়তা চেয়েছে। পুলিশ মনে করছে, তিনি লন্ডনে আছেন এবং টাওয়ার হ্যামলেটস ও ওয়েস্টমিনস্টারে থাকতে পারেন। কাউকে দেখলে অনতিবিলম্বে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, গত এক বছরে ভুলবশত মুক্তিপ্রাপ্ত বন্দির সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। মার্চ পর্যন্ত এক বছরে ২৬২ জন বন্দি ভুলবশত মুক্তি পেয়েছেন, যেখানে আগের বছরে সংখ্যা ছিল ১১৫।

ল্যামি জানিয়েছেন, কারাগার ব্যবস্থায় দীর্ঘদিনের সমস্যা, পুরনো প্রক্রিয়া এবং অতিরিক্ত ভিড়ের কারণে ভুল মুক্তির ঘটনা বারবার ঘটছে। তিনি বলেন, নতুন পদ্ধতি চালু করা হলেও চ্যালেঞ্জ এখনো বড়।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

লেবার পার্টির জন্য গুরুত্বপূর্ণ মোড়ঃ কৃষ্ণাঙ্গ ও এশীয় ভোটারদের আস্থা হারানোর ঝুঁকি

লন্ডনসহ পার্শ্ববর্তী এলাকায় দ্রুত ছড়াচ্ছে করোনার চেয়েও শক্তিশালী নতুন ভাইরাস

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের লিডসে এক রোগী ওষুধের অভাবে মারা গিয়েছেন