10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধঃ হাইকোর্টের রায়

কুইক রেন্টাল-সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ এর নয় ধারায় দায়মুক্তি এবং ক্রয়-সংক্রান্ত ধারায় মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।

আইনের ওই ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলের ওপর বৃহস্পতিবার হাইকোর্ট এ রায় ঘোষণা করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক।

আইনটি ‘কুইক রেন্টাল’ আইন নামে পরিচিতি পায়।

এ আইনের অধীন করা কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেয়ার কথা ওই বিধান দু’টিতে উল্লেখ ছিল।

এ বিষয়ে আইনজীবীদের মতামত, আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো আইন হতে পারে না।

পরে গত ২ সেপ্টেম্বর আইনটির নয় ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।

এর আগে কুইক রেন্টালে দায়মুক্তি এবং ক্রয়-সংক্রান্ত ছয়-এর দুই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিমকোর্টের দু’জন আইনজীবী।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৪ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

আন্দোলনে নিহত ৭০৮ জনের পরিচয় প্রকাশ করলো সরকার

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি কোনো মৌলবাদী মুসলমান নইঃ জামায়াতের আমির