17.3 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রান্নার তেল বিক্রি সীমিত করছে ব্রিটিশ সুপারমার্কেটগুলো

ইউক্রেনের যুদ্ধের কারণে সাপ্লাই-চেইন ব্যাঘাত ঘটায় একজন গ্রাহক কতটুকু রান্নার তেল কিনতে পারে তা সীমিত করছে যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলো।

 

বিবিসি অনুসারে, টেসকো গ্রাহক প্রতি তিনটি আইটেমের অনুমতি দেবে। এদিকে ওয়েটরোজ এবং মরিসন গ্রাহক প্রতি মাত্র দুটি আইটেমের সীমা রেখেছে।

 

ব্রিটিশ রিটেল কনসোর্টিয়ামের টম হোল্ডার বলেছেন, সিদ্ধান্তটি সবার জন্য প্রাপ্যতা নিশ্চিত করার জন্য একটি অস্থায়ী ব্যবস্থা।

 

এদিকে আইসল্যান্ডের সুপারমার্কেটগুলো গ্রাহক প্রতি এক বোতল সূর্যমুখীর তেল নিশ্চিত করতে যাচ্ছে।

 

আইসল্যান্ডের কর্মকর্তা রিচার্ড ওয়াকার টুডেকে বলেন, বাজারজাতকরণের নিরিখে সূর্যমুখী তেলের খরচ বেড়েছে ১ হাজার শতাংশ এবং পাম তেলে ৪০০ শতাংশ। তারপরে গমের মতো পণ্যগুলোর দাম বেড়েছে ৫০ শতাংশ এবং সার ৩৫০ শতাংশ।

 

জানা যায়, ইউক্রেনের যুদ্ধের কারণে অনিচ্ছাকৃতভাবে এই দাম বেড়েছে। যুক্তরাজ্যের বেশিরভাগ সূর্যমুখী তেল ইউক্রেন থেকে আসে। কিছু সুপারমার্কেটে এই পণ্যের পাশাপাশি জলপাই এবং রেপসিড তেলের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ প্রযোজ্য হবে।

 

২৪ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্য হতে রুয়ান্ডায় প্রেরিত শরনার্থীদের ভয়াবহ জীবন

ক্ষমতাচ্যুত আওয়ামী দূর্নীতিবাজদের ৪০০ মিলিয়নের ইউকে সাম্রাজ্যের খোঁজ

ক্রিপ্টো কারেন্সি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে এইচএমআরসি