বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন প্রচলিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নতুন ঘটনার জন্ম দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকন্দার রাজা। সিরিজ নিয়ে কথা শুরুর আগে টেবিলে থাকা কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকন্দার রাজা।
চট্টগ্রামে শুক্রবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এর আগের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এই ঘটনা ঘটান রাজা।
গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। এসব পণ্যের মধ্যে অন্যতম হলো কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। মুসলিম অনেক দেশের মতো বাংলাদেশেও কোকাকোলা বয়কট করছে অনেকে। ধারণা করা হচ্ছে, বর্জনের অংশ হিসেবেই হয়তো কোকের বোতল সরিয়ে দিতে পারেন রাজা। অবশ্য এ নিয়ে কিছু বলেননি তিনি।
এর আগে কোকাকোলা বর্জন করে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিলেন পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। ধস নামিয়ে দিয়েছিলেন ওই পণ্যের শেয়ারে।
এদিকে, জন্ম ও বেড়ে উঠা পাকিস্তানে হলেও সে দেশের হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাননি সিকান্দার রাজা। পরবর্তীতে পাড়ি জমান জিম্বাবুয়েতে, এরপর খেলছেন দেশটির হয়ে।
এম.কে
০৩ মে ২০২৪