15.1 C
London
July 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লকডাউন পুনরুদ্ধারের ‘রোডম্যাপ’

ইতোমধ্যে প্রমাণ হয়ে গেছে যে করোনা ভাইরাসের ভ্যাক্সিনগুলো কাজ করছে। তাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কোভিড বিধিনিষেধ শিথিল করে একটি ‘রোডম্যাপ’ প্রণয়ন করেছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের কোভিড বিধিনিষেধ শিথিল করার পরে প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় দোকান, হেয়ারড্রেসার, জিম, আউটডোর মিলনায়তন এবং হোটেলগুলো ১২ এপ্রিল থেকে পুনরায় খোলা হতে পারে।

মে মাসের ১৭ তারিখ থেকে দুটি পরিবার বা ছয়জনের একটি গ্রুপ সিনেমা, জাদুঘর, হোটেল, পারফরম্যান্স এবং খেলাধুলার স্থানগুলিতে পুনরায় যাওয়ার অনুমতি পাবে। এছাড়া তারা পাব, ক্যাফে বা রেস্তোঁরাতে অথবা বাড়িতে একত্রিত হতে পারবে।

নাইটক্লাবসহ অন্যান্য স্থানগুলো ২১ জুন থেকে পুনরায় চালু হতে পারে বলে জানান বরিস জনসন।

স্বাস্থ্য সচিব বিবিসিকে বলেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেই যাতে নিজ নিজ ভূমিকা পালন করেন।

তিনি বলেছেন, ১৭ মে থেকে মানুষ তাদের বন্ধুবান্ধব এবং পরিবারকে আলিঙ্গন করতে পারবে। কারণ তত দিনে সবচেয়ে দুর্বলদের দুটি করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে দেওয়া হবে।

 

তবে শ্যাডো চ্যান্সেলর অ্যানেলিজ ডডস বলেছেন, বরিস জনসনের কোভিড পুনরুদ্ধারের “রোডম্যাপ” এখনো নিশ্চিততার মুখ দেখেনি।

 

সূত্র: বিবিসি
২৫ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যে ফ্ল্যাট মালিকদের বার্ষিক ৮৮০০ পাউন্ড সার্ভিস চার্জ বৃদ্ধিতে ক্ষোভ

Law with N. Rahman 🇬🇧 5 December 2022

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে বাড়ি ও চাকরি হারানোর শঙ্কায় ইউক্রেনীয়রা