TV3 BANGLA
বাংলাদেশ

কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যানকে নাগরিকত্ব দিল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের আরএমজি (তৈরি পোশাক) ও বস্ত্র খাতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫–এ তাকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এই শিল্প গঠনে তিনি ১৯৯০–এর দশকে প্রথম বাংলাদেশে আসার পর থেকে সহায়তা করে আসছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস আজ বুধবার তাকে এই অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক নাগরিকত্বের সনদ দেন।

বিনিয়োগ শীর্ষ সম্মেলনে কিহাক সাং বলেন, ‘আমি সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে সত্যিই সম্মানিত।’

এর আগে আজ সকাল ১০টার দিকে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার উপস্থিতিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শুরুতে কি–নোট প্রেজেন্টেশন দেন বিনিয়োগের বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের জন্য ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশি নাগরিকত্বের সনদ ও পাসপোর্ট তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সূত্রঃ প্রেস উইং

এম.কে
০৯ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

বেড়েছে লোডশেডিং পেছনে সামিট-আদানি!

উড়োজাহাজের জ্বালানি সংকটে দেশ, মজুদ ফুরাচ্ছে কাল

আমেরিকাসহ তিন দেশের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল