17.3 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ক্রিসমাসের আগেই ফিরছে লন্ডনের ওভারগ্রাউন্ড নাইট সার্ভিস

লন্ডনের ওভারগ্রাউন্ড নাইট সার্ভিস ক্রিসমাসের আগেই ফিরে আসবে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মাইলন্ডন। শুক্রবার এবং শনিবার রাতে চলাচলকারী ওভারগ্রাউন্ড সার্ভিসটি প্যানডেমিক শুরু হওয়ার পর চাহিদা কমে যাওয়ায় এতোদিন বন্ধ ছিল। এবার এই সার্ভিসটি আগামী ১৭ ডিসেম্বর থেকে চালু হতে পারে বলে সিটি হলের দুটি সূত্রে জানা যায়।

 

রাতের ওভারগ্রাউন্ড সার্ভিসটি নিউ ক্রস গেট থেকে কানাডা ওয়াটার, শোরডিচ, ডালস্টোন হয়ে হাইবারি অ্যান্ড আইলিংটন পর্যন্ত ১৩টি স্টপে থামে।

 

এদিকে নাইট টিউব এবং ওভারগ্রাউন্ড সার্ভিস চালুর জন্য চাপে রয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)। বিশেষ করে লন্ডনবাসী সাবিনা নেসা ও সারা এভারার্ড হত্যাকাণ্ডের পর এই সার্ভিসগুলো পুনরায় চালুর দাবি আসছে।

 

নাইট টিউব ও ওভারগ্রাউন্ড সার্ভিস না থাকায় রাতের বেলা চলাচলে অনিরাপদ বোধ করেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অনেক নারী। কারণ এতে করে দীর্ঘ পথ অন্ধকারে হাঁটতে হচ্ছে তাদের।

 

৪ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে শিক্ষার্থীদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সব ধরনের সম্পর্ক তৈরি নিষিদ্ধ

No Human is Illegal | March 9

Legal advice by M Salim | 25 January

অনলাইন ডেস্ক