TV3 BANGLA
বাংলাদেশ

খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে যেভাবে ফেরত আনা হলো

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে অবশেষে সফলভাবে পুনরায় খাঁচায় ঢোকানো হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায়।

চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান জানান, সিংহটি খাঁচা থেকে বের হলেও জনসাধারণের এলাকায় আসেনি, বরং এটি তার খাঁচার নির্দিষ্ট সীমানার (টেরিটোরির) মধ্যেই ছিল। দ্রুত দর্শনার্থীদের সরিয়ে দেওয়ায় সিংহটি উত্তেজিত হয়নি।

ড. আতিকুর রহমান আরও বলেন, প্রথমে সিংহটিকে গরুর গোশত দিয়ে শান্ত করার পর বন্দুক দিয়ে এনেস্থিসিয়া ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশনের প্রভাবে সিংহটি অচেতন হয়ে পড়লে সেটিকে পুনরায় খাঁচায় নিয়ে যাওয়া হয়।

 

তবে সিংহটি ঠিক কিভাবে খাঁচা থেকে বেরিয়ে গেল, সে বিষয়ে চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম বলেন, খাঁচা থেকে বের হওয়ার পথ একটিই এবং এর কারণ এখনও তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, সিংহটিকে খাঁচায় ঢোকানোর পরই তারা দ্রুত তদন্ত শুরু করবেন এবং কারণটি উদঘাটন করবেন।

এম.কে

আরো পড়ুন

কোটা আন্দোলনে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহতঃ ইউনিসেফ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতির মৃত্যু

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা