8.1 C
London
November 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

গরমে লন্ডন জুড়ে যত্রতত্র অগ্নিকাণ্ড

লন্ডনের সারে, এনফিল্ডসহ বেশ কিছু এলাকায় ছড়িয়ে পরেছে আগুন। এ কারণে এসব এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

 

সারের ফায়ার সার্ভিসকর্মীরা এলাকার আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করছেন। একই সাথে এই এলাকার মানুষদের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন ধোঁয়া থেকে বাঁচতে।

 

সারে এলাকার ফানহাম হ্যাঙ্কলে এলাকা জুড়ে সকাল থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে। সতর্ক রাখতে বলা হচ্ছে পোষা প্রাণীদের, এবং বাইরে বের না করার জন্যও অনুরোধ করা হয়েছে। এদিকে সারে এলাকার আগুন ছাড়াও এনফিল্ড এবং হেইসের ক্রানফোর্ড পার্কে সকাল থেকেই আগুন ও ধোঁয়ায় এলাকা অন্ধকারচ্ছন্ন হয়ে পরে।

 

এনফিল্ডের আগুন লাগা প্রসঙ্গে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত ঘাস থেকে আগুনের উৎপত্তি হয়েছে। আর এই সবই হচ্ছে গরমের কারনে। দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হওয়ার কারনে ঘাস ও গাছ শুকিয়ে আগুন লাগার মতো ঘটনা ঘটছে।

 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শুকনো পার্ক গুলোতে বার্বিকিউ না করা এবং যত্রতত্র ধুমপান না করার অনুরোধ করা হচ্ছে। এদিকে ইস্টলন্ডনের নিউহ্যামেও আগুন লাগার ঘটনা ঘটেছে।

 

ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে, যদি আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হয় তাহলে এমন আগুন লাগার ঘটনা আরও ঘটতে পারে। তাই সব ধরনের সতর্ক ব্যবস্থা গ্রহন করতে হবে।

 

২৫ জুলাই ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

সৌদি আরবে ১৫ হাজারের বেশি ‘অবৈধ অভিবাসী’ আটক

মর্টগেজ ভ্যালুয়েশন কি এবং এটি কিভাবে কাজ করে?

ইংল্যান্ডের স্কুলে দাঙ্গা

নিউজ ডেস্ক