15 C
London
October 9, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

গাজায় শান্তি চুক্তির দ্বারপ্রান্তে ইসরায়েল ও হামাস, বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির প্রাথমিক ধাপ প্রস্তুত

মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত আলোচনায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আরও ঘনিয়ে এসেছে। আলোচনায় যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। আলোচনায় জড়িত একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

চুক্তির প্রথম ধাপে গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ঘোষণার পাশাপাশি হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্রগুলো বলছে, আজ রাতেই একটি প্রাথমিক বিবৃতি প্রকাশ হতে পারে, যদিও ফিলিস্তিনি বন্দিদের চূড়ান্ত তালিকা নিয়ে এখনও মতবিরোধ রয়ে গেছে।

ইসরায়েলি গণমাধ্যম এন১২ নিউজের প্রধান রাজনৈতিক বিশ্লেষক আমিত সেগাল জানিয়েছেন, হামাস ইতিমধ্যে হাতে থাকা ২০ জন জীবিত জিম্মির তথ্য দিয়েছে। হামাস আরও নিহত জিম্মিদের দেহ উদ্ধারে কাজ করছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই ইসরায়েল বন্দি বিনিময়ের ঘোষণা দিতে প্রস্তুত।

সূত্রগুলোর বরাতে জানা গেছে, যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনাকে ভিত্তি ধরা হচ্ছে। ইসরায়েলি বাহিনী ওই পরিকল্পনা অনুযায়ী সীমান্তে অবস্থান নেবে, যদিও এতে কিছু ক্ষুদ্র পরিবর্তন আনা হতে পারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইতোমধ্যেই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবের খসড়া প্রস্তুত করছে, যা দ্রুত মন্ত্রিসভা ও সংসদে ভোটে তোলা হবে।

তবে ইসরায়েলি সরকার আশঙ্কা করছে, বন্দি তালিকায় যেহেতু খুন ও সন্ত্রাসে দণ্ডিত ব্যক্তিদের নাম রয়েছে, তাই চুক্তি প্রকাশের পর তীব্র জনরোষ সৃষ্টি হতে পারে। ভুক্তভোগীদের পরিবার কেউ কেউ আদালতে গিয়ে মুক্তি ঠেকানোর চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলাগুলো ইরানের পরিকল্পিত উসকানি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল মনে করছে, এই হামলার উদ্দেশ্য হলো জেরুজালেমকে সামরিক প্রতিক্রিয়ায় প্ররোচিত করে শান্তি আলোচনা ব্যাহত করা।
তবু ইসরায়েলি কর্মকর্তারা আশাবাদী, “আমরা শুক্রবারের মধ্যেই একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারব,” এক কর্মকর্তা স্কাই নিউজকে জানিয়েছেন।

চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলীয় হ্যাভান্টে মার্কিন অস্ত্র নির্মাতা লকহিড মার্টিনের কার্যালয়ের সামনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শতাধিক বিক্ষোভকারী ইসরায়েলে অস্ত্র বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোম্পানির কাছে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানান।
এই প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই কার্যক্রম চালাচ্ছে এবং এর তৈরি F-35 যুদ্ধবিমান গাজায় ইসরায়েলি হামলায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।

এদিকে লন্ডন, ম্যানচেস্টার, নিউক্যাসল ও এডিনবার্গে ৭ অক্টোবর হামলার দ্বিতীয় বার্ষিকীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বোস্টনে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৩ জন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
০৯ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

চার্চ অব ইংল্যান্ডের প্রধানের পদত্যাগ

পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় ভারতঃ ইরানকে জয়শঙ্কর

সিঙ্গাপুরে বিপুল অর্থ সম্পদসহ ১০ বিদেশি গ্রেফতার