গাজায় ইসরায়েলি বোমা হামলায় আরও তিন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৯ মে) সকালে বিমান থেকে মধ্যগাজার একটি আবাসিক ভবন লক্ষ্য করে বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
টাইমস অব গাজা বুধবার সকালে টুইটারে ইসরায়েলি বোমা হামলার একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওর ক্যাপশনে লেখা, আজ সকালে গাজায়।
This morning in Gaza pic.twitter.com/Xqyzvxv0FX
— TIMES OF GAZA (@Timesofgaza) May 19, 2021
গাজার স্থানীয় ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন।
এ নিয়ে গত ১০ মে শুরু হওয়া ইহুদি বর্বরতায় নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে শিশুই ৬৩ জন।
এদিকে, ইসরায়েলি এসব হামলার জবাবে রকেট হামলা অব্যাহত রেখেছে প্রতিরোধ আন্দোলনগুলো। এসব রকেটে এক ভারতীয় নারীসহ অন্তত ১২ ইসরায়েলি নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই ইসরায়েলি শিশুও রয়েছে।
১৯ মে ২০২১
নিউজ ডেস্ক