TV3 BANGLA
আন্তর্জাতিক

গুজব না সত্যি? ইমরান-খানের মৃত্যুর দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া, নীরবতা ও অস্বচ্ছতায় বাড়ছে উদ্বেগ

পাকিস্তানের কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার গুজব ছড়িয়ে পড়েছে। আফগান মিডিয়াসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাবি করা হয়েছে যে, তাকে কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং নিহত হওয়ার পর তার দেহ সরিয়ে ফেলা হয়েছে।

 

এদিকে, গত তিন মাস ধরে তার সঙ্গে কোনো সরাসরি সাক্ষাৎ হয়নি। সম্প্রতি তার তিন বোন কারাগারে তার সঙ্গে দেখা করতে গেলে, পুলিশি বাধার মুখে পড়েন। বোনদের দাবি — তারা শান্তিপূর্ণভাবে গিয়েছিলেন, কিন্তু কারাগার গেট থেকেই তাদের ফেরত পাঠানো হয় এবং “নৃশংস মারধরের” শিকার হতে হয়।

এই ঘটনা ও দীর্ঘ সময় গূঢ়তা বজায় থাকায় অনেকে প্রশ্ন করেছেন— ইমরান খান এখন কোথায়? তিনি জীবিত কি না, কারাগারে আছেন কি নেই? মানুষের মধ্যে উদ্বেগ ও সংশয় বাড়ছে, এবং গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে।

তবে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় — গুজবকে “ভুল ও অসত্য” বলে উড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, কারাগারে তার মৃত্যুর কোনো অফিসিয়াল ঘোষণা পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক পর্যবেক্ষক, সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর তৎপরতা জরুরি হয়ে উঠেছে বলে মতামত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। একই সঙ্গে, পাকিস্তান সরকারের প্রতি আহ্বান করা হচ্ছে— স্বচ্ছতা বজায় রেখে সত্য-কথা জানান, যাতে গুজব বা সম্ভাব্য অবিচারের শঙ্কা না ছড়িয়ে পড়ে।

সূত্রঃ মিন্ট

এম.কে

আরো পড়ুন

ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপি

পাকিস্তানকে অর্থনৈতিক মন্দা থেকে রক্ষা করতে এগিয়ে আসতে চায় চায়না বেল্ট

নিউজ ডেস্ক

৯২ বছর বয়সে পঞ্চম বিয়ের পিঁড়িতে বসছেন রুপার্ট মারডক