19.6 C
London
July 29, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

গুজব সৃষ্টিকারীদের কঠোর সতর্কবার্তা দিলেন প্রেস সচিব

বাংলাদেশের প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব ব্যবহার করে গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তির অসত্য তথ্য প্রচারের কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছিল, যা জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর।

 

তিনি মাইলস্টোন ঘটনার প্রসঙ্গ টেনে উল্লেখ করেন, “সেদিন ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর গুজব ছড়ানো হয়েছিল। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়।”

প্রেস সচিব সতর্ক করে বলেন, “যদি এভাবে গুজব ছড়ানো অব্যাহত থাকে, সরকার নীতিমালা প্রণয়নে বাধ্য হবে।” তিনি আরও জানান, তথ্য প্রচারে দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি, কারণ সামাজিক মাধ্যমের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি প্রত্যেককে সাংবাদিকতা প্রশিক্ষণ বিষয়ে জ্ঞানার্জনের পরামর্শ দেন এবং নিজেদের বিবেক ব্যবহার করে কাজ করার আহ্বান জানান। প্রেস সচিবের মতে, সঠিক তথ্য যাচাই ছাড়া কোনো কনটেন্ট প্রচার না করা এখন সময়ের দাবি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

আজ উদ্বোধন হতে যাচ্ছে ব্যারিস্টার আবু সায়েমের ‘ল’ টেম্পল’ আইন প্রতিষ্ঠান

প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেপ্তার