TV3 BANGLA
বাংলাদেশ

গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ, তীব্র প্রতিক্রিয়া!

গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় তেজগাঁও থানা পুলিশ ওয়ারেন্ট নিয়ে উপস্থিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘‘যে মানুষ ১১ বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ, যার সন্ধানে তার পরিবার আন্দোলন করে যাচ্ছে—তার বাড়িতে ওয়ারেন্ট নিয়ে যাওয়া এক নির্মম প্রহসন।’’

২০০৭ সালের শেষ দিকে তৎকালীন সেনাসমর্থিত সরকারের সময় ‘আইনশৃঙ্খলা বাহিনীর’ পরিচয়ে সুমনকে তার বাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ। তার বোন সানজিদা ইসলাম তুলি ‘মায়ের ডাক’ নামক একটি প্ল্যাটফর্ম থেকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছেন।

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ হঠাৎ করে ৩টি ওয়ারেন্ট নিয়ে সুমনের মোহাম্মদপুরের বাসায় যায়। পরে জানা যায়, পুলিশ সদস্যরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু ততক্ষণে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে গেছে।

সাংবাদিক কনক সারোয়ার এই ঘটনায় তীব্র ভাষায় সমালোচনা করে ফেসবুকে লেখেন,
“যে পরিবার গুমের শিকার হয়েছে, তাদের বাড়িতে গিয়ে ওয়ারেন্ট তামিল করা—এটা প্রহসনের চূড়ান্ত রূপ। যাদের ব্যর্থতায় গুম ও বিচারহীনতা চলছে, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টাকে সুমনের বাসার সামনের ল্যাম্পপোস্টে বেঁধে রাখা উচিত—তখন জনমতের প্রতিফলন ঘটবে।”

নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন,
“গুম হওয়া ব্যক্তি বিএনপি নেতা বলেই কি সরকার-পুলিশ এত আগ্রহী? নাকি এটা বিরোধীদের হয়রানি করার নতুন কৌশল?”

বিষয়টি আরও বিতর্কিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে উদ্ভূত বিতর্কের পটভূমিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই ঘটনার কারণে। এখন আবার গুমের শিকার ব্যক্তির পরিবারকে হয়রানির ঘটনায় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার ভূমিকা নিয়ে জনমনে ঘোরতর অসন্তোষ বিরাজ করছে।

জনগণের দাবি—৯ মাসেও পলাতক স্বৈরাচারী হাসিনার আমলে দেওয়া ভুয়া মামলা ও রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে জারি করা ওয়ারেন্ট বাতিল না করায় বর্তমান উপদেষ্টা পরিষদের ব্যর্থতা প্রমাণিত।

বিশ্লেষকরা বলছেন, গুম, বিচারহীনতা, এবং রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তা যতদিন চলবে, ততদিন এই ধরনের জনরোষ বাড়তেই থাকবে। পরিস্থিতি সামাল দিতে হলে সরকারকে গুম ও নিখোঁজের ঘটনায় দ্রুত, কার্যকর ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা নিতে হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৯ মে ২০২৫

আরো পড়ুন

২৯ অক্টোবর থেকে ভারতে ফ্লাইট চালু করবে বিমান

অনলাইন ডেস্ক

শেখ পরিবারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সদস্য এখন কোথায়?

আরাভ খানের নামে রেড এলার্ট জারি