TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গ্রেট ব্রিটেনে এনার্জি বিল এপ্রিল থেকে ৫% বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস

ইউরোপের গ্যাস মজুতের পরিমাণ কমে যাওয়ায় যুক্তরাজ্যে এনার্জি বিল বাড়ছে, বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, ইউরোপের গ্যাস মজুতের পরিমাণ কমে যাওয়ার কারণে এপ্রিল থেকে হাউসহোল্ড এনার্জি বিল প্রত্যাশার চেয়েও বেশি বাড়তে পারে—সাধারণত প্রতি বছর প্রায় £৮৫ করে বাড়লেও এবার বিল আরো বেশি পারতে পারে।

ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের গড় গ্যাস ও বিদ্যুৎ বিল এপ্রিল থেকে প্রায় ৫% বেড়ে বছরে £১,৮২৩ হতে পারে, যা যুক্তরাজ্যের এনার্জি রেগুলেটর অফজেমের মূল্যের সীমার আওতায় নির্ধারিত।

বিখ্যাত পরামর্শক প্রতিষ্ঠান কর্নওয়াল ইনসাইটের পূর্বাভাস অনুযায়ী, গ্যাস মজুত কমে যাওয়ার পেছনে ঠান্ডা আবহাওয়া এবং সীমিত নবায়নযোগ্য শক্তি উৎপাদন দায়ী। তাদের আগের পূর্বাভাস ছিল যে এই বসন্তে গড় বিল £১,৭৮৫ হবে, যা এখন আরও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

গ্রেট ব্রিটেনের এনার্জি রেগুলেটর অফজেম ২৫ ফেব্রুয়ারি এপ্রিল থেকে শুরু হওয়া তিন মাসের জন্য এনার্জি মূল্যের সর্বোচ্চ সীমা ঘোষণা করবে। জানুয়ারিতে রেগুলেটর এই সীমা ১.২% বাড়িয়ে £১,৭৩৮ নির্ধারণ করেছিল।

ইউক্রেনের পাইপলাইনের মাধ্যমে আসা রাশিয়ান গ্যাসের সরবরাহ চুক্তি শেষ হওয়ার পর ইউরোপ নতুন বছরের প্রথম দিন থেকেই সেই গ্যাস সরবরাহ হারিয়েছে।

এনার্জি মূল্যের এই সাম্প্রতিক বৃদ্ধি টানা তৃতীয় ত্রৈমাসিক বৃদ্ধির ইঙ্গিত দেয়, যা সরকারের ২০৩০ সালের মধ্যে পরিবারের এনার্জি বিল £৩০০ কমানোর প্রতিশ্রুতির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

যারা সাধারণ গড়ের চেয়ে বেশি এনার্জি ব্যবহার করেন, তারা আরও বেশি বিলের সম্মুখীন হতে পারেন, কারণ অফজেমের মূল্যের সীমা প্রতি ইউনিট গ্যাস ও বিদ্যুতের জন্য নির্ধারিত, মোট বিলের জন্য নয়।

প্রায় ৯ মিলিয়ন পরিবার, যারা পরিবর্তনশীল ট্যারিফের আওতায় রয়েছে, তাদের বিল এপ্রিল থেকে সরাসরি প্রভাবিত হবে, তবে স্থির ট্যারিফের গ্রাহকদের জন্য এটি কিছুটা দেরিতে আসবে।

এই পূর্বাভাসের আগে, এনার্জি সচিব এড মিলিব্যান্ড অফজেমকে একটি জরুরি চিঠি পাঠিয়ে গ্রাহকদের সুরক্ষা দিতে আরও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি অফজেমের প্রধান নির্বাহী জোনাথন ব্রিয়ারলিকে গ্লোবাল গ্যাস বাজারের “রোলারকোস্টার” প্রভাব কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যার মধ্যে নবায়নযোগ্য শক্তির প্রসার ত্বরান্বিত করাও অন্তর্ভুক্ত।

গ্রিনপিস ইউকে-র নীতিনির্ধারক ডগ পার বলেছেন, “গ্রাহকদের স্বল্পমেয়াদে জরুরি সহায়তা প্রয়োজন, তবে আমরা শুধু সমস্যা ঢেকে রাখতে পারি না। বিল পরিশোধকারীদের সস্তা ও স্থিতিশীল এনার্জি দরকার—যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতিকে চাঙ্গা করতেও সাহায্য করবে। নবায়নযোগ্য শক্তিচালিত হিট পাম্প এবং ভালোভাবে নিরোধকযুক্ত ঘরবাড়িই একমাত্র নিশ্চিত সমাধান।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৮ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

গর্ভনিরোধক বড়ি খাওয়া শুরুর পর কিশোরীর মৃত্যু

নিউজ ডেস্ক

মেধাবীদের জন্য ব্রিটেনের ইমিগ্রেশনে ‘ফাস্ট-ট্র্যাক’ পদ্ধতি

পবিত্র কাবার আদলে যুক্তরাজ্যে পাওয়া যাচ্ছে সোনার বার