TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

চার দিনের টিউব ধর্মঘটে অচল লন্ডন, যাত্রী ভোগান্তির শঙ্কা

লন্ডনবাসীর জন্য সামনে অপেক্ষা করছে বড় ধরনের পরিবহন সংকট। আগামী সোমবার থেকে শুরু হওয়া চার দিনের ধর্মঘটে পুরো লন্ডন আন্ডারগ্রাউন্ড বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বেতন ও কর্মঘণ্টা নিয়ে বিরোধের জেরে আরএমটি ইউনিয়ন এই কর্মসূচির ডাক দিয়েছে।
শুক্রবার থেকে ধাপে ধাপে ধর্মঘট কার্যকর হলেও টিউব চলাচলে বড় ধরনের বিঘ্ন শুরু হবে রবিবার সন্ধ্যা থেকে। এরপর শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত কার্যত কোনো টিউব সার্ভিস চলবে না বলে জানিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)। সোমবার ও বুধবার ট্রেন ও স্টেশন কর্মীরা এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার সংকেত কর্মী ও সেবা নিয়ন্ত্রকেরা ধর্মঘটে অংশ নেবেন।

ধর্মঘট চলাকালীন এলিজাবেথ লাইন, লন্ডন ওভারগ্রাউন্ড, জাতীয় রেল এবং বাস চলবে। তবে আলাদা বিরোধের কারণে ডকল্যান্ডস লাইট রেলওয়ে (DLR) মঙ্গলবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। যাত্রীদের সতর্ক করা হয়েছে, এই সময়ে অন্যান্য পরিবহনে অতিরিক্ত ভিড় ও জট তৈরি হবে।

আরএমটি ইউনিয়ন প্রায় ১৫ হাজার টিউব কর্মীর মধ্যে ১০ হাজারকে ধর্মঘটে আহ্বান করেছে। তারা অভিযোগ করেছে, টিএফএল ব্যবস্থাপনা বেতন, ক্লান্তি ব্যবস্থাপনা, শিফটের চাপ ও কর্মঘণ্টা কমানোর দাবিতে গুরুত্ব দিচ্ছে না। ইউনিয়নের নতুন মহাসচিব এডি ডেম্পসি বলেছেন, “টিউব কর্মীরা কঠোর শিফট প্যাটার্নে কাজ করেন, যা তাদের স্বাস্থ্য ও সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করছে।”

টিএফএল জানিয়েছে, তারা ৩.৪% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, যা মুদ্রাস্ফীতি হার এবং অন্যান্য রেল শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ৩৫ ঘণ্টার কর্মসপ্তাহ কমিয়ে ৩২ ঘণ্টা করার দাবি তারা মেনে নিতে রাজি নয়। টিএফএল-এর চিফ অপারেটিং অফিসার ক্লেয়ার ম্যান বলেন, “আমরা ন্যায্য ও সাশ্রয়ী প্রস্তাব দিয়েছি। আরএমটি সদস্যদের ভোটে না দিয়ে সরাসরি লন্ডনবাসীর ভোগান্তি তৈরি করছে।”

এদিকে ট্রেন চালকদের ইউনিয়ন আসলেফও জাতীয় অপারেটর ক্রসকান্ট্রিতে আগামী ৩ অক্টোবর ধর্মঘটের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে হাল ট্রেইনসের এক বহিষ্কৃত চালককে ঘিরে চলমান বিরোধও অব্যাহত রেখেছে।

চার দিনের এই কর্মসূচি লন্ডনের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় পরিবহন সংকট তৈরি করতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ধর্মঘট শুধু জনসেবায় চাপ বাড়াবে না, শহরের অর্থনৈতিক কার্যক্রমেও বড় ধরনের প্রভাব ফেলবে।

সূত্রঃ ই আই এন

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

রুয়ান্ডা আশ্রয় পরিকল্পনার প্রথম ফ্লাইট এগিয়ে যেতে আদালতের অনুমতি

অনলাইন ডেস্ক

রাশিয়ার সঙ্গে ফুটবল ম্যাচ খেলবে না ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের করোনা টেস্টে ফি লাগবে না