4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

এ বছর চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন ২৫ হাজার শরণার্থী

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এ বছর অবৈধভাবে ২৫ হাজার ১৪৬ শরণার্থী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

 

মন্ত্রণালয় থেকে শরণার্থীবিষয়ক সবশেষ তথ্যে বলা হয়, শনিবার (২৭ আগস্ট) ১৯টি ছোট ছোট নৌকায় মোট ৯১৫ শরণার্থী দক্ষিণ-পূর্ব যুক্তরাজ্যের কেন্ট কাউন্টিতে প্রবেশ করেন। যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

 

এ মাসে এখন পর্যন্ত ৮ হাজার ৭৪৭ শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কেন্ট গেছেন, গত সপ্তাহেই গেছেন ৩ হাজার ৭৩৩ জন। আর গত সোমবার (২২ আগস্ট) গেছেন ১ হাজার ২৯৫ জন, যা এক দিনে সর্বোচ্চ।

মূলত, ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে শরণার্থীরা যুক্তরাজ্যে প্রবেশ করেন।

 

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানিয়েছিলেন, অবৈধ শরণার্থীদের রুয়ান্ডার আশ্রয় শিবিরে পাঠানো হবে। তারপর থেকে এ পর্যন্ত ১৯ হাজার ৮৭৮ শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে প্রবেশ করেন।

এদিকে গত জুনে অবৈধ শরণার্থীদের নিয়ে প্রথম ফ্লাইট রুয়ান্ডায় যাওয়ার কথা ছিল। কিন্তু আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে ওই যাত্রা বাতিল হয় হয়।

 

২৯ আগস্ট ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

অবৈধ অভিবাসন বন্ধে তুরষ্ক-যুক্তরাজ্যের যৌথ প্রচেষ্টা

ক্যানসারমুক্ত হলেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

যুক্তরাজ্যের ল্যাবে ৪৩ হাজার ভুয়া করোনার রিপোর্ট