12.8 C
London
October 30, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ট্রাম্প

জন্মহার ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে সন্তান জন্ম দিলে নগদ অর্থ ও বিয়ে বন্ধনে আবদ্ধ হলে আর্থিক সহায়তার পরিকল্পনা করছেন তিনি।

সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়েছে, মায়েদের আরও সন্তান নিতে উদ্বুদ্ধ করতে উপায় খুঁজছে হোয়াইট হাউজ।

বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন, জন্মহার এমন কম থাকলে একটা সময় অর্থনৈতিকভাবে ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র। তাদের দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে।

মায়েরা যেন বেশি বেশি সন্তান দেন সেজন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো, যে মা ছয় বা তারও বেশি সন্তান জন্ম দেবেন তাকে জাতীয় মেডেল দেওয়া হবে। এছাড়া আরও যেসব প্রস্তাব দেওয়া হয়েছে—

বেবি বোনাসঃ প্রতিটি নতুন মায়ের জন্য এককালীন ৫ হাজার ডলার অর্থ সহায়তা।

স্কলারশিপ সুযোগঃ ফুলব্রাইট স্কলারশিপের ৩০ শতাংশ বিবাহিত আবেদনকারী এবং অথবা বা-মায়ের জন্য বরাদ্দ।

মাতৃত্বের জাতীয় মেডেলঃ ছয় বা তার বেশি সন্তানের মায়েদের প্রতীকি স্বীকৃতি প্রদান।

আইভিএফ ভর্তুকিঃ ভিট্রো ফার্টিলাইজেশনে ব্যাপক সুবিধা গ্রহণের সুযোগ।

এম.কে
২৩ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

মদিনায় গড়ে তোলা হবে আধুনিক ইসলামি পর্যটন কেন্দ্র

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর পেট্রোলের দাম এই প্রথম দেড় পাউন্ডের নিচে

ইটালি এবং ফ্রান্স সীমান্তে সক্রিয় মানবপাচার চক্র