6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ছাঁটাই নয়, ১৫ হাজার নতুন কর্মী নিয়োগ দিবে আলিবাবা

চীনের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড চলতি বছরের মধ্যে ১৫ হাজার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠানটির ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের গুজব। এই গুজবকে প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে আলিবাবা।

আলিবাবার অফিশিয়াল উইবো অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, নতুন নিয়োগ দিতে যাওয়া ১৫ হাজার জনের মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী তিন হাজারের বেশি নিয়োগ দেওয়া হবে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে বড় প্রতিষ্ঠান গুলো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান ইতিমধ্যে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছে। অনেক প্রতিষ্ঠান আবার কর্মী নিয়োগ বন্ধ রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা এ,আই নিয়োগের পরিকল্পনা করেছে। এর মধ্যে আলিবাবার নতুন কর্মী নিয়োগের এ পরিকল্পনা সুখবর হয়েই এসেছে।

আরো পড়ুন

নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আইসিসির প্রধান কৌঁসুলিকে হুমকি দিয়েছিলেন মোসাদের সাবেক প্রধান