জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে খাচায় ফেরাতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। তাছাড়া সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যাওযার ঘটনা তদন্তে গঠিত হয়েছে তদন্ত কমিটি।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার (তথ্য ও জনসংযোগ কর্মকর্তা) মো. মামুন হাসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায়। পরে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করানো হয়।
সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মো. মামুন হাসান।
তিনি জানান, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের কাছে জমা দিবেন।
এদিকে সিংহটি চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাওয়ার খবরে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর পর চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম বলেছিলেন, ‘খাঁচা থেকে বেরিয়ে এটি খাঁচার পাশে এক কোনে অবস্থান করছে। তার চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। পশুটিকে এমন জায়গায় রয়েছে যে, সেখানে আমাদের লোকজন সেখানে যেতে পারছে না।’
এম.কে

