TV3 BANGLA
বাংলাদেশ

জগন্নাথ হলের সনাতনী ছাত্রদের ভারতীয় আগ্রাসন বিরোধী মিছিল

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক বিক্ষোভ মিছিল করেছে একাধিক সংগঠন। হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাবির জগন্নাথ হলের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল করে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

এ সময় ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’ স্লোগানে দিয়ে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে শিক্ষার্থীদের একটি বড় মিছিল সমাবেশে যোগ দেয়।

সমাবেশে ‘হাইকমিশনে হামলা কেন?, দিল্লি তুই জবাব দে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান দেন শিক্ষার্থীরা। ‘জেগেছেরে জেগেছে, সনাতন জেগেছে, ভারতীয় আগ্রাসন, মানবে না জনগণ’ স্লোগান দেন ঢাবির জগন্নাথ হলের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

কর্মসূচিতে জগন্নাথ হলের শিক্ষার্থী জয়পাল বলেন, ‘আমরা বাংলাদেশি, এটি আমাদের পরিচয়৷ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সবার একটাই পরিচয়, সার্বভৌমত্বে আমরা এক।’

তিনি বলেন, যেভাবে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা হয়েছে, প্রত্যেক নাগরিককে এতে উদ্বেগ জানাতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একতাবদ্ধ থাকব।

সাম্প্রতিক সময়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাবির সকল ছাত্রছাত্রী সহ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল বের হয়েছে। সকলেই চান ভারতের বোধোদয় হোক যে শেখ হাসিনা সরকার আর নেই। তাছাড়া পুতুল সরকার ভারত আর ফিরে পাবে না।

এম.কে
০৩ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশে ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর আসছে

চুরি হচ্ছে ই-পাসপোর্টের তথ্য

মাত্র ২৫০০ টাকায় ভিসা নিয়ে ঘুরে আসুন উজবেকিস্তানের