14.2 C
London
July 8, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

২০২৫ সালের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে মানবাধিকার পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ ২০২৫ সালের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশকে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে সংস্থাটি।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ আগামী বছর জেনেভায় নিযুক্ত তার স্থায়ী প্রতিনিধি দ্বারা দায়িত্ব পালন করবে। এই পরিষদের ব্যুরোটি জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিটি থেকে একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস-প্রেসিডেন্ট নিয়ে গঠিত।

এই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে, যখন বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থিতা জমা দেয়। এরপর, এই অঞ্চলের সদস্যরা বাংলাদেশের প্রার্থীকে সমর্থন করে এবং পরে ওই প্রার্থীকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশের নেতৃত্ব এবং বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাবের পরিচায়ক হিসেবে গণ্য হচ্ছে।

এম.কে
১০ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

শীঘ্রই আসছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

ইতালির বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ, আটশরও বেশি বৃত্তি 

এক্স প্রসঙ্গে ইলন মাস্কঃ আমরা ব্যর্থ হতে পারি