নিয়মিতভাবে থাকা অভিবাসীদের জন্য জার্মান নাগরিকত্ব পাওয়ার পথকে আরো সহজ করতে যাচ্ছে দেশটির সরকার৷ বুধবার এ বিষয়ক একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে জার্মান মন্ত্রিসভা৷
অর্থনৈতিক ও গণতান্ত্রিকভাবে যেসব অভিবাসীরা জার্মান সমাজে একীভূত হতে পারবেন, তাদেরকে দ্রুত সময়ে জার্মান পাসপোর্ট দিতে চায় চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন জার্মান সরকার৷
নাগরিকত্ব আইনের খসড়া সম্পর্কে জার্মান বার্তা সংস্থা জানায়, মন্ত্রিসভা অনুমোদিত এই আইন অনুযায়ী যারা ইহুদি বিরোধী এবং বর্ণবাদের মতো অপরাধ করেছেন তাদের এই সুযোগ দেয়া হবে না৷
খসড়া আইনটিকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার চাবিকাঠি হিসেবে আখ্যায়িত করেছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার৷
বুধবার জার্মান সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফেজার বলেন, ‘‘দক্ষ জনশক্তির এই বৈশ্বিক প্রতিযোগিতার মাঝখানে আছি আমরা৷ তবে দক্ষ জনশক্তির ক্ষেত্রে আমরা তখনই সেরা হয়ে উঠতে পারব, যদি অদূর ভবিষ্যতে তারা আমাদের সমাজের সম্পূর্ণ অংশ হয়ে উঠেন৷’’
মন্ত্রিসভায় ফেজারের নিয়ে আসা খসড়া আইনটিতে একাধিক নাগরিকত্বকেও অনুমোদন দেয়া হয়েছে৷ আর এই সিদ্ধান্তটি জার্মান নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে চিহ্নিত করে৷ জার্মানির বিদ্যমান আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ ছিল না৷
এই বিলটি সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ওলাফ শলৎসের নেতৃত্বাধীন মধ্য বামপন্থি জোট সরকারের ঘোষিত পরিকল্পনার একটি অংশ৷ ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি দেড় দশকেরও বেশি সময় ধরে রক্ষণশীল সরকারের নিয়ন্ত্রণে ছিল৷ ২০২১ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসে মধ্য বামপন্থি এই সরকার৷
২০২২ সালে বিশ্বের ১৭১টি দেশের এক লাখ ৬৮ হাজার ৫৪৫ জন বিদেশি জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেছেন৷ সরকারের হিসেব অনুযায়ী, ২০২২ সালে নাগরিকত্ব পাওয়ার বিদেশিদের সংখ্যা তার আগের বছরের অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২৮ ভাগ বেশি৷
নাগিরকত্ব পাওয়া বিদেশিদের তালিকায় শীর্ষে রয়েছেন সিরীয়রা৷ মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই দেশটি থেকে আসা যেসব ব্যক্তি জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেছেন তাদের গড় বয়স ২৪ দশমিক আট বছর৷ আর তাদের দুই তৃতীয়াংশ পুরুষ৷
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ইউক্রেনীয়রা৷ রাশিয়ার হামলা শুরুর পর হাজার হাজার ইউক্রেনীয় দেশ ছাড়লে তাদের একটি অংশ জার্মানিতে আশ্রয় নেয়৷
২০২২ সালে জার্মান নাগরিকত্ব পাওয়াদের মধ্যে তৃতীয় অবস্থানে মধ্যপ্রাচ্যের আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক থেকে আসা অভিবাসীরা আর চুতর্থ অবস্থানে তুর্কিরা৷
ইন্টিগ্রেশন ও মাইগ্রেশন বিভাগের বিশেষজ্ঞ ইয়ান শ্নাইডার জানান, নাগরিকত্ব পাওয়া সিরীয়দের অর্ধেক ছয় বছরেই জার্মানির পাসপোর্ট পেয়েছেন৷ এর কারণ হলো, তারা জার্মান সমাজে একীভূত হতে পারার প্রমাণ দেখাতে পেরেছে৷
এম.কে
২৪ আগস্ট ২০২৩