TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে স্কুল ইউনিফর্ম ক্রয়ে আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল ইউনিফর্ম অনুদান প্রকল্পের ঘোষণা দিয়েছে। নতুন শিক্ষাবর্ষে রিসেপশন ও ইয়ার সেভেন-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিবার এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। পরিবারের বাৎসরিক আয় সর্বোচ্চ £৫০,৩৫০ এর কম হলে এ সুযোগ গ্রহণ করা যাবে।

প্রকল্পের আওতায় রিসেপশন ইয়ারের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অনুদান £৫০ এবং সেকেন্ডারী স্কুলের ইয়ার সেভেনে ভর্তি হওয়া শিক্ষার্থীর জন্য £১৫০। স্থানীয় পরিবারগুলোর স্কুল পোশাক কেনার ব্যয় কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। টাওয়ার হ্যামলেটস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছর এ প্রকল্পের মাধ্যমে অন্তত ৭ হাজার শিক্ষার্থী উপকৃত হবেন।

আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীরা অনলাইনে ফর্ম পূরণ করে অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে পরিবারের আয়ের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। যেসব পরিবার ইতিমধ্যেই বেনিফিট বা ট্যাক্স ক্রেডিট পান, তারা শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন।

কাউন্সিলের ওয়েবসাইটে অনুদান সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে আবেদন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড, আয়ের উৎসের প্রমাণ হিসেবে কী কী প্রয়োজন এবং আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা ক্ষেত্রে সমতা নিশ্চিত করতে এবং পরিবারগুলোর আর্থিক চাপ কমাতে এ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

অটো শিল্পে দেউলিয়ার ঢলঃ মার্কিন অর্থনীতিতে মন্দার পূর্বাভাস

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের ইংলিশ চ্যানেলের নিরাপত্তা জোরদারে দীর্ঘসূত্রতা

যুক্তরাজ্যে জুড়িবোর্ডে নৃগোষ্ঠীর প্রভাব হ্রাস নিয়ে গবেষণা প্রকাশ