TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টিউব বন্ধ, বিকল্প নেই—যানজটে থমকে লন্ডনের জীবনযাত্রা

লন্ডনে টিউব ধর্মঘটের কারণে সোমবার থেকে পুরো শহরে পরিবহন ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। সকাল থেকেই যাত্রীরা গাদাগাদি বাস, দীর্ঘ যানজট এবং বিকল্প রুটের সীমিত সুযোগ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (RMT) ইউনিয়নের ডাকা এই ধর্মঘট রবিবার থেকে শুরু হয়েছে এবং শুক্রবার সকাল পর্যন্ত চলবে। বেতন ও কর্মশর্ত নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা থেকে অসন্তুষ্ট কর্মীরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানায়। এতে লন্ডনের অন্যতম প্রধান গণপরিবহন টিউব নেটওয়ার্ক কার্যত অচল হয়ে গেছে।

ধর্মঘটের ফলে যাত্রীদের ভরসা হয়ে উঠেছে বাস, এলিজাবেথ লাইন ও লন্ডন ওভারগ্রাউন্ড। কিন্তু সেখানে যাত্রী চাপ এতটাই বেড়েছে যে অনেক জায়গায় এস্কেলেটরে ওঠার জন্যও লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে সময় বাঁচাতে ই-বাইক ব্যবহারের দিকে ঝুঁকেছেন। জনপ্রিয় ভাড়ার বাইক সেবা Lime, Santander ও Forest সোমবার রেকর্ডসংখ্যক যাত্রীর সেবা দিয়েছে।

তবে ভোগান্তির শেষ নেই। যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়তে হয়েছে যাত্রীদের। টিউব বন্ধ থাকায় যাদের বিকল্প নেই, তাদের জন্য এই পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন—অতিরিক্ত খরচের কারণে কেব ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে।

২৫ বছর বয়সী ফ্রিল্যান্স সঙ্গীতশিল্পী অ্যাবিগেইল মিলার-টড বলেন, ধর্মঘটের কারণে তার আয় কমে গেছে। বিভিন্ন জায়গায় গিয়ে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবুও তিনি ইউনিয়নের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

লন্ডনের মেয়র সাদিক খান ধর্মঘটকে “লন্ডনের জন্য খারাপ খবর” বলে মন্তব্য করেছেন। তিনি জানান, এটি রোগীদের হাসপাতালে যাওয়া, অভিভাবকদের সন্তানদের স্কুলে পৌঁছানো এবং যেসব মানুষ বাড়ি থেকে কাজ করতে পারছেন না—সবাইকে বিপাকে ফেলেছে। খান বলেন, TfL বেতন বৃদ্ধির জন্য সীমিত সামর্থ্যের কথা জানিয়েছে, তবে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানানো হয়েছে।

ডাউনিং স্ট্রিটও একই আহ্বান জানিয়েছে। সরকার RMT ইউনিয়ন এবং ট্রান্সপোর্ট ফর লন্ডনকে আলোচনায় ফিরে আসার মাধ্যমে সমাধান খুঁজে বের করার তাগিদ দিয়েছে। তবে পরিবহন বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধর্মঘট সহজে সমাধান হবে না।

এলিজাবেথ লাইনের ভিড় পরিস্থিতি সবচেয়ে প্রকট হয়েছে। অনেক স্টেশনে যাত্রীরা একসঙ্গে ট্রেনে উঠতে হুড়োহুড়ি করছেন। অনেকে সেবা না পেয়ে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। ফলে যাতায়াতের চিত্র সম্পূর্ণ অচল অবস্থার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

মৌসুমি কর্মী নেবে যুক্তরাজ্য, যেভাবে যাবেন

নিউজ ডেস্ক

অক্সফোর্ড-ক্যামব্রিজে যৌন হয়রানির অভিযোগ

যুক্তরাজ্য এইবার সৈন্য পাঠাবে গাজায়