21 C
London
July 5, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

টিএসসিতে সমন্বয়কদের সংবাদ সম্মেলন, ত্রাণের ৮ কোটি যাবে ত্রাণ মন্ত্রণালয়ে

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় গত সেপ্টেম্বরে বন্যাকবলিতদের জন্য উত্তোলন করা নগদ অর্থের মধ্যে অবশিষ্ট ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গের বন্যায় খরচ করার সিদ্ধান্তও নিয়েছেন তারা।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ‘ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে বন্যাকবলিত জেলাগুলোর জন্য গত মাসে টিএসসিতে ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা টাকা উত্তোলিত হয়েছে। যার মধ্যে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা খরচ হয়েছে। বাকি টাকাগুলোর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। যার মধ্যে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।’

লুৎফর রহমান আরও বলেন, ‘আমরা আগামীকাল (বুধবার) এ টাকাটা ত্রাণ মন্ত্রণালয়ে হস্তান্তর করব।’

এ ছাড়া উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ কোটি ৯১ লাখ টাকা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার, নাদভি তাজওয়ারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

এম.কে
০২ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

প্রখ্যাত আলেমেদ্বীন আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত

বন্ধ হবে না একটিও ব্যাংকঃ গভর্নর ড. আহসান এইচ মনসুর

শাবিপ্রবিতে ‘গণ ইফতার’ করে শিক্ষার্থীদের নিরব প্রতিবাদ