TV3 BANGLA
বাকি বিশ্ব

টুইটার এখন সম্পূর্ণরূপে এক্স হয়েছে, নিশ্চিত করলেন ইলন মাস্ক

টুইটার নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণরূপে এক্স.কমে স্থানান্তরিত হয়েছে বলে এর মালিক ইলন মাস্ক শুক্রবার জানিয়েছেন।

টেসলা, স্পেসএক্সসহ অন্যান্য কম্পানির প্রধান এ ধনকুবের ২০২২ সালের শেষের দিকে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন। এরপর গত জুলাইয়ে তিনি টুইটারকে এক্স হিসেবে রিব্র্যান্ড করার ঘোষণা দেন। তখন লোগো ও ব্র্যান্ডিং পরিবর্তন করে ‘এক্স’ করা হলেও ওয়েবসাইটের ডোমেইন নামটি শুক্রবার পর্যন্ত টুইটার.কম ছিল।

একটি নীল বৃত্তে একটি সাদা এক্সের লোগোর ছবি পোস্ট করে মাস্ক এক্সে লিখেছেন, ‘সব মূল সিস্টেম এখন এক্স.কমে রয়েছে।’

মাস্ক বলেছেন, তিনি চান ‘এক্স’ চীনের উইচ্যাটের মতো একটি সুপার-অ্যাপ হয়ে উঠুক। চীনা অ্যাপটি এক্সের চেয়ে অনেক বড় এবং মেসেজিং, ভয়েস, ভিডিও কলিং, সোশ্যাল মিডিয়া, মোবাইল পেমেন্ট, গেমস, নিউজ, অনলাইন বুকিং এবং অন্যান্য পরিষেবাগুলোকে একত্র করে।

এদিকে এক্সে মাস্কের নেতৃত্ব বিতর্কিত প্রমাণিত হয়েছে।তিনি হাজার হাজার কর্মীকে বরখাস্ত করেছেন, বড় বড় প্রযুক্তিগত সমস্যা দেখেছেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অনেক ডানপন্থীর অ্যাকাউন্ট পুনরায় চালু করেছেন। ইউরোপীয় নিয়ন্ত্রকরা ভুল তথ্যের ভয়ে এক্স ও অন্যান্য প্ল্যাটফরমগুলো নিয়ে তদন্ত শুরু করেছে।

সূত্রঃ এএফপি

এম.কে
১৯ মে ২০২৪

আরো পড়ুন

চীনা অনলাইন জালিয়াতির শিকার ইউরোপ-আমেরিকার লাখো মানুষ

বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

ম্যারাডোনার দেহাবশেষ সরিয়ে নিতে সন্তানদের আবেদন