3.5 C
London
January 18, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টেমস ভ্যালি পুলিশের প্রধান সাময়িক বরখাস্ত

যুক্তরাজ্যে টেমস ভ্যালি পুলিশের প্রধানকে গুরুতর অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ পর্যবেক্ষক সংস্থা জানায়, জেসন হগের বরখাস্ত একটি ‘নিরপেক্ষ পদক্ষেপ’ এবং এটিকে দোষের প্রমাণ হিসেবে দেখা উচিত নয়।

টেমস ভ্যালি পুলিশের প্রধান কনস্টেবল জেসন হগ গুরুতর অসদাচরণের অভিযোগের কারণে তাৎক্ষণিকভাবে বরখাস্ত হয়েছেন।

পুলিশ পর্যবেক্ষক সংস্থা (IOPC) বৃহস্পতিবার জানিয়েছে, একজন সহকর্মীর আচরণের তদন্তে ব্যর্থতার অভিযোগে তাকে তদন্তের আওতায় আনা হয়েছে।

IOPC-র পরিচালনা পরিচালক স্টিভ নুনান বলেন, “টেমস ভ্যালি পুলিশের প্রধান কনস্টেবল জেসন হগের আচরণের বিষয়ে আমরা একটি স্বতন্ত্র তদন্ত করছি।

তদন্তটি ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে হগ এবং টেমস ভ্যালি পুলিশের আরেকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ নিয়ে জানা যায়, একজন প্রাক্তন সিনিয়র পুলিশ কর্মকর্তা দায়িত্ব ছাড়ার পরও প্রচুর সংবেদনশীল পুলিশ তথ্য ধরে রেখেছিলেন। যা সঠিকভাবে তদন্ত করেননি জেসন হগ।

পুলিশ ও অপরাধ কমিশনার ম্যাথিউ বারবার বলেন, এই ঘটনা “দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থতা” এবং “সততা ও একনিষ্ঠতার অভাব”-সংক্রান্ত আচরণের মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে সম্পর্কিত।

বারবার বলেন: “আমি জোর দিয়ে বলতে চাই, বরখাস্ত একটি নিরপেক্ষ পদক্ষেপ। এটি দোষ প্রমাণের কোনো নির্দেশনা দেয় না এবং এমনটি মনে করা উচিত নয়।

এই ঘোষণা টেমস ভ্যালির অনেকের জন্য, বিশেষ করে আমাদের পরিশ্রমী পুলিশ সদস্য ও কর্মীদের জন্য একটি ধাক্কা হতে পারে। তবে এমন গুরুতর অভিযোগের বিষয়ে সঠিকভাবে তদন্ত করা উচিত।

আমি IOPC-কে অনুরোধ করছি, তাদের তদন্ত দ্রুত শেষ করে প্রমাণাদি উপস্থাপন করার জন্য।”

পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল বেন স্নাগস জানিয়েছেন, হগের দায়িত্ব তিনি পালন করবেন যতক্ষণ না একজন অস্থায়ী প্রধান কনস্টেবল নিয়োগ দেওয়া হয়। বারবার জানান, জানুয়ারির শেষ নাগাদ একজন অন্তর্বর্তী প্রধান কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

স্নাগস বলেন: “আমি টেমস ভ্যালির জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের কমিউনিটির সেবা, সুরক্ষার কাজ যথারীতি চালিয়ে যাব।

আমাদের কর্মকর্তারা, কর্মীরা এবং স্বেচ্ছাসেবীরা জনগণের সেবা, অপরাধ মোকাবিলা, ভুক্তভোগীদের সহায়তা এবং কমিউনিটিতে বিশ্বাস স্থাপনের প্রতি সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ।”

হগ ২০২৩ সালের এপ্রিল মাসে টেমস ভ্যালি পুলিশের প্রধান হিসেবে নিয়োগ পান এবং ২০১৬ সাল থেকে এই বাহিনীতে কর্মরত ছিলেন।

টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, তারা এই তদন্ত সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবে না।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৭ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের রাস্তায় ইসরায়েল বিরোধী মিছিলে যোগ দিয়েছে হাজারও মানুষ

যুক্তরাজ্যে আন্তর্জাতিক স্টুডেন্ট নিয়ে কাজ করা মার্কেটিং এজেন্টদের উপর ক্র্যাকডাউনের ঘোষণা

ইউনিভার্সাল ক্রেডিট দাবিদাররা অপারেশন ‘রেড মিটের’ নতুন শিকার

অনলাইন ডেস্ক