20.8 C
London
April 4, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যাচ্ছেন বিলাওয়াল ভুট্টো

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বুধবার (১৫ জানুয়ারি) বিশ্বস্ত সূত্রের বরাতের এমনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন রওয়ানা দিবেন পিপিপি চেয়ারম্যান। তবে কোনদিন যাবেন তা এখনো নির্ধারিত হয়নি।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী মোদির দাওয়াত নিশ্চিত না হলেও ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠানে বিলাওয়াল ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন।

এই সফরকে বিলাওয়াল ভুট্টো জারদারির বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করার, কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার এবং মাকির্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসাবে দেখা হচ্ছে।

সূত্রঃ জিও নিউজ

এম.কে
১৭ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

৫০০ কোটির বেশি মানুষ স্যোশাল মিডিয়ায় সক্রিয়

বাইডেনের ৯০ মিলিয়ন ডলারের অনুদান আটকে দিলেন দাতারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে যেসব চ্যালেঞ্জ