5.5 C
London
December 26, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)

ট্রাম্পের আক্রমণের জবাবে সাদিক খানঃ আমি ওনার মাথার ভেতর ভাড়া ছাড়াই থাকি

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আক্রমণের জবাবে লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, “আমার মনে হচ্ছে আমি ডোনাল্ড ট্রাম্পের মাথার ভেতর ভাড়া না দিয়েই থাকছি।” ২৪ সেপ্টেম্বর স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

সাদিক খান বলেন, মানুষ হয়তো ভাবতে পারে—একজন মুসলিম মেয়র, যিনি একটি উদার, বহু-সংস্কৃতির ও সফল শহর পরিচালনা করছেন, তাকে নিয়েই ট্রাম্প এত মন্তব্য করছেন। “আমার মনে হয় আমি তো এখন অধিকার পেয়ে গেছি, ওনার মাথার ভেতর এত সময় কাটানোর পর। শুধু চাই, উনি যেন কোনো ভাড়ার বিল না পাঠান।”

এর আগে জাতিসংঘে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, লন্ডন শরিয়া আইন চালু করতে চায়। পাশাপাশি তিনি বারবার সাদিক খানকে “ভয়ঙ্কর মেয়র” এবং “বাজে মেয়র” বলে কটাক্ষ করেছেন।

প্রতিক্রিয়ায় সাদিক খান ট্রাম্পকে “বর্ণবাদী, লিঙ্গবাদী, নারীবিদ্বেষী এবং ইসলামবিদ্বেষী” আখ্যা দেন। তিনি বলেন, “যখন কেউ নির্দিষ্টভাবে আচরণ করে, সেটা আসলে তাদের বিশ্বাস আর ব্যক্তিত্বকে প্রকাশ করে।”

লন্ডন মেয়র আরও জানান, “লন্ডন একটি গ্রেট সিটি, যেকোনো শহরের তুলনায় নিরাপদ। আর এই শহরের সফলতার কারণেই ট্রাম্প নির্বাচিত হওয়ার পর রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।”

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে বর্জ্য ব্যবস্থাপনায় কড়া নজরদারিঃ ঘরে ঘরে গিয়ে বিন ব্যাগ খুলছে পরিদর্শক দল

যুক্তরাজ্যে ভারতীয় রেস্টুরেন্টগুলোতে ব্যাপক অভিযান, ধরপাকড়

গ্রেফতারি পরোয়ানাকে টয়লেট পেপার বলল রাশিয়া

নিউজ ডেস্ক