15.9 C
London
September 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্পের ঘোষণার পরই ভারতের শেয়ারবাজারে অস্থিরতা

ভারতীয় শেয়ারবাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার সকালেই নিফটি-আইটি সূচক প্রায় তিন শতাংশ কমে যায়।

টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক এবং টেক মাহিন্দ্রার শেয়ারের দাম চার থেকে ছয় শতাংশ নেমে আসে। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রি শুরু করেন। এমন অবস্থার মূল কারণ হলো যুক্তরাষ্ট্রের হঠাৎ ঘোষিত এইচ-ওয়ানবি ভিসা ফি এক লাখ মার্কিন ডলার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ফি বৃদ্ধি কেবল অর্থনৈতিক প্রভাব ফেলবে না, মানবিক দিকেও বড় প্রভাব আছে।

মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, পরিবারগুলো বিভক্ত হতে পারে, বহু পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়বে। ভারতীয় প্রযুক্তি খাত ও উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষ মেধা বিনিময় গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত তা বিঘ্নিত করতে পারে।

অর্থনীতিবিদরা নানা প্রতিক্রিয়া দিয়েছেন। নীতি আয়োগের প্রাক্তন প্রধান নির্বাহী অমিতাভ কান্ত বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আত্মঘাতী, তারা গ্লোবাল প্রতিভাকে সীমাবদ্ধ করছে, কিন্তু ভারতের প্রযুক্তি শহরগুলো শক্তিশালী হবে। মোহনদাস পাই বলেন, নতুন আবেদনকারীরা কমে যাবে। কোম্পানিগুলো কাজ ভারতে ফিরিয়ে আনবে বা অফশোরিং বাড়াবে। পারেক জৈন বলেন, স্বল্পমেয়াদে আয় কমবে, কিন্তু বড় সংস্থা অভিযোজিত হবে, ছোট ও মাঝারি সংস্থা সমস্যায় পড়বে।

শেয়ারবাজারের ক্ষতির পাশাপাশি রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। বিজেপি নেতা পিয়ুষ গোয়েল বলেন, “এই হঠাৎ ফি বৃদ্ধি অর্থনীতির জন্য নেতিবাচক।” অন্যদিকে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিষয়ে দুর্বল প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করেছেন।

প্রবাসী ভারতীয়দের উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রে কর্মরত এক ইঞ্জিনিয়ার বলেন, এক লাখ ডলার ফি দেওয়া সম্ভব নয়। তার ফলে পরিবার ও প্রজেক্টের ভবিষ্যৎ অনিশ্চিত। ন্যাসকমও বলেছে, পদক্ষেপটি প্রযুক্তি খাতের ধারাবাহিকতায় বিঘ্ন সৃষ্টি করবে।

সব মিলিয়ে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতীয় শেয়ারবাজার, প্রযুক্তি খাত, প্রবাসী পরিবার ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বাজারে পতন, মানবিক উদ্বেগ এবং প্রযুক্তি খাতের প্রভাব মিলিয়ে পরিস্থিতি গুরুতর। ভারতীয় বিদেশ মন্ত্রণালয় ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
২২ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিউজ ডেস্ক

নেপালে সুশীলা কার্কির মন্ত্রিসভা সম্প্রসারণে ক্ষুব্ধ জেন-জি আন্দোলন, পদত্যাগের দাবি জোরালো

এবার ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন প্রশাসনের

নিউজ ডেস্ক