14.3 C
London
September 21, 2023
TV3 BANGLA
Uncategorized

ট্রাম্পের জয়ের পক্ষে ৫০ লাখ ডলার বাজি ব্রিটিশ জুয়াড়ির


আন্তর্জাতিক ডেস্ক: উৎসবমুখর পরিবেশে চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এরই মধ্যে সামনে জানা গেছে একটি চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পক্ষে ৫০ লাখ মার্কিন ডলার বাজি ধরেছে এক ব্রিটিশ জুয়াড়ি। ধারণা করা হচ্ছে এটিই এ যাবতকালের সবচেয়ে বড় রাজনৈতিক বাজি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ওই জুয়াড়ি ব্যাংক কর্মকর্তা ছিলেন। তিনি বাজি ধরতে ক্যারিবীয় দ্বীপ কুয়ারাকোর একটি বেসরকারি জুয়া প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করেছেন। বাজিতে জিতলে তিনি পাবেন এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর হেরে গেলে তাকে দিতে হবে ৫০ লাখ ডলার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রহস্যময় ওই জুয়াড়ির আত্মবিশ্বাসের কারণ হচ্ছে, তিনি ট্রাম্পের প্রচারণা শিবিরে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন।
জুয়াড়ি প্রতিষ্ঠানের একটি সূত্র বলেছে, ‘এই বাজির কথা সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আমরা মনে করছি রাজনীতির ওপর ধরা এটি সর্বোচ্চ অংকের বাজি। ’

সূত্র: বাংলা নিউজ ২৪
এনএইচ

আরো পড়ুন

Law with N. Rahman ll 11 July 2020

চীনের সবচেয়ে পুরনো মসজিদের কথা, উরুমছির অভিজ্ঞতা

অনলাইন ডেস্ক

UK Property Market after Lockdown! ll M Mostafizur Rahman Msc(Finance), BENECO