16.1 C
London
September 4, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্পের সাত মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় দুই লাখ অভিবাসী বিতাড়ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে সাত মাসে প্রায় দুই লাখ অভিবাসীকে বিতাড়ন করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ট্রাম্পের বর্তমান মেয়াদে ইতিমধ্যে গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী বিতাড়ন করেছে আইস। যদিও প্রশাসন ঘোষিত বিতাড়নের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে ফেডারেল সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, এ সংখ্যা ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার প্রকৃত হিসাব নয়।

জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রায় সাড়ে তিন লাখ অভিবাসীকে বিতাড়নের তথ্য নথিভুক্ত করেছে প্রশাসন।

কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন-সিবিপি ও কোস্ট গার্ডের মাধ্যমে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং স্বেচ্ছায় অ্যামেরিকা ছেড়ে অভিবাসীদের চলে যাওয়াও নথিভুক্ত করছে তারা।

ট্রাম্প ক্ষমতায় বসার আগে ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর নাগাদ ৭১ হাজার ৪০০ বিতাড়নের ঘটনা নথিভুক্ত করে আইস। সে সংখ্যা আমলে নিলে ২০২৫ অর্থবছরে (৩০ সেপ্টেম্বর শেষ হওয়া) ফেডারেল সংস্থাটির হাতে বিতাড়ন দাঁড়াবে তিন লাখের বেশি।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৪ সালে আইস প্রায় তিন লাখ ১৬ হাজার অভিবাসীকে বিতাড়ন করে।

সূত্রঃ রয়টার্স / সিএনএন

এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

অস্ত্রের অভাবে বেলচা দিয়ে লড়ছে রুশ বাহিনী

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে জোট বাঁধছে স্পেন ও আয়ারল্যান্ড, প্রস্তুত নরওয়েও

১১৬ বছরে সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বোচ্চ লোকসান