14 C
London
May 21, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের বন্ধুর রহস্যময় যাত্রা — পাকিস্তান থেকে বাংলাদেশ, ঘুরে তুরস্ক

অপারেশন সিন্দুর-এর পর ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান-বিষয়ক ‘সতর্ক ও ভারসাম্যপূর্ণ’ মন্তব্যে বিস্ময়ের জন্ম দিয়েছে, এবং এর মধ্যেই আলোচনায় উঠে এসেছেন জেন্ট্রি থমাস বিচ, যিনি ট্রাম্প জুনিয়রের কলেজ বন্ধু হিসেবে পরিচিত। ট্রাম্পের শপথ গ্রহণের কিছুদিন পরই নিজেকে ‘ট্রাম্প অ্যাসোসিয়েট’ হিসেবে পরিচয় দিয়ে পাকিস্তানে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি দেন এই ব্যক্তি।

জেন্ট্রি থমাস বিচ কে? এই প্রশ্ন এখন আরও জোরালোভাবে সামনে এসেছে, বিশেষ করে ট্রাম্পের সাম্প্রতিক পাকিস্তান-সংক্রান্ত মন্তব্য ও তার পরিবারের পাকিস্তানের গভীর রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতা ঘিরে।

টেক্সাস-ভিত্তিক বিনিয়োগকারী বিচ, যিনি ট্রাম্প জুনিয়রের কলেজ বন্ধু, দেখা যাচ্ছে শুরু থেকেই সক্রিয় ছিলেন— পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশে।

৩০ জানুয়ারি, ট্রাম্পের শপথ নেওয়ার দশ দিনের মধ্যেই তিনি ইসলামাবাদে হাজির হন এবং নিজেকে ‘ট্রাম্প অ্যাসোসিয়েট’ হিসেবে তুলে ধরেন। তিনি হোয়াইট ব্রিজ গ্লোবাল নামের একটি ছাতাকোম্পানির অধীনে একদল সম্ভাব্য বিনিয়োগকারী নিয়ে যান।

পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, তিনি সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর সঙ্গে দেখা করেন এবং বলেন:
“আমেরিকা পাকিস্তানের ব্যাপারে আন্তরিক, আপনি আমাদের জন্য এই অঞ্চলে খুব গুরুত্বপূর্ণ।”

এরপর তিনি ঘোষণা দেন, ইসলামাবাদ ও করাচির শহরদৃশ্যকে পাল্টে দিতে তিনি “বিলিয়ন ডলারের বিনিয়োগ” করতে প্রস্তুত। তিনি বলেন, “হোয়াইট ব্রিজ রিয়েল এস্টেট এর মাধ্যমে আমরা এমন মেগা প্রকল্পে বিনিয়োগ করতে চাই যা বৈশ্বিক মানদণ্ড পূরণ করে।”

পরে তিনি পাকিস্তানি কোম্পানি অ্যাপেক্স এনার্জি-র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন, যেখানে ৫০ ট্রিলিয়ন ডলারের প্লেসার গোল্ড অনুসন্ধান ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার কথা বলা হয়। পাকিস্তানের জাতীয় প্রকৌশল পরিষেবা (NESPAK) সম্প্রতি জানিয়েছে যে তারা ইন্দাস নদীর নিচের দিকে, আত্তক অঞ্চলে বিশাল স্বর্ণখনি শনাক্ত করেছে, যার মূল্য প্রায় ৮০,০০০ কোটি রুপি।

তথ্য অনুযায়ী, হিমালয় থেকে নামা স্রোতের সাথে এই স্বর্ণকণাগুলো ইন্দাস নদীর তলদেশে এসে জমা হয়েছে। এগুলিকে ছাঁকন পদ্ধতিতে উত্তোলন করাই হলো প্লেসার মাইনিং।

পাশাপাশি, বিচের দুই দিনের এই সফরে পাকিস্তান যৌথভাবে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ অনুসন্ধানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, যাতে করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ট্রাস্টেড পার্টনার প্রোগ্রাম-এ জায়গা পাওয়া যায়।

এই সফর পাকিস্তানের স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (SIFC)-এর মাধ্যমে সংগঠিত হয়। এটি ২০২৩ সালে গঠিত হয়, যার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী, কিন্তু পাক সেনাপ্রধান আসিম মুনির হলেন এর সর্বোচ্চ কমিটির সদস্য। এছাড়া জাতীয় সমন্বয়কারী লেফটেন্যান্ট জেনারেল সারফরাজ আহমেদ এবং পরিচালক মেজর জেনারেল তাবাসসুম হাবিব — দু’জনেই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা।

ইসলামাবাদ সফর শেষে বিচ পৌঁছান ঢাকা, যেখানে তিনি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মুহাম্মদ ইউনুস, জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (BIDA)-র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, এখানে তিনি নিজের অন্য কোম্পানি হাইগ্রাউন্ড হোল্ডিংস-এর মাধ্যমে বাংলাদেশের খনিজ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও, বিচের কোম্পানি হোয়াইট ব্রিজ গ্লোবালের আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয় তুরস্কের টেরা হোল্ডিংস-এর সঙ্গে। দু’দেশের কোম্পানি মিলিয়ে দুবাইতে একটি ৫০-৫০ যৌথ উদ্যোগ গঠনের ঘোষণা দেয়, যা ভারতীয় কূটনৈতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে— তুরস্ক, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি সম্ভাব্য ভূরাজনৈতিক সংযোগ সৃষ্টি হওয়ার কারণে।

বিচ ও ট্রাম্প জুনিয়র ১৯৯০-এর দশকে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ওয়ারটন স্কুল অফ বিজনেস-এ একসঙ্গে পড়তেন। সম্প্রতি একটি মামলা— বিচ বনাম তার সাবেক নিয়োগকর্তা তুরাদজি কনসালটেন্টস— এর পুনর্বিচার চলাকালীন দু’জনের মধ্যে বর্ণবাদী ই-মেইল বার্তা ফাঁস হয়েছে। বিচ এই ই-মেইলগুলো মামলার প্রাসঙ্গিকতা না থাকার অজুহাতে আদালতে রদ করার আবেদন করেছেন।

তবে, বিচ ও ট্রাম্প জুনিয়রের সম্পর্ক, এবং বিচের এই দ্রুত দক্ষিণ এশিয়া সফর ট্রাম্পের শপথের পরেই, আজও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষ করে অপারেশন সিন্দুরের পর ট্রাম্পের মন্তব্য এবং ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল-এর (যার সঙ্গে ট্রাম্প পরিবারের যোগ আছে) পাকিস্তানের হঠাৎ তৈরি করা ক্রিপ্টো কাউন্সিলের চুক্তির প্রেক্ষাপট ভারতের কপালে ভাঁজ সৃষ্টি করেছে বলে মনে করেন ভূরাজনৈতিক বিশ্লেষকেরা।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

এম.কে
২১ মে ২০২৫

আরো পড়ুন

জার্মানিতে বছরে ২ লাখ ৮৮ হাজার নতুন অভিবাসী কর্মীর চাহিদা

লাদাখে চীনের সাথে উত্তেজনা, সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সাংবাদিককে গ্রেফতার করেছে রাশিয়া