10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ড. ইউনূসের প্রেস সেক্রেটারি হচ্ছেন এএফপির শফিকুল আলম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।

সোমবার (১২ আগস্ট) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শফিকুল আলম নিজেই।

তিনি বলেন, স্যার (ড. ইউনূস) আমাকে ফোন করে জানতে চেয়েছেন, আমি উনার প্রেস সচিব হবো কি না। এটা আমার জন্য বড় পাওয়া। আমিও সম্মতি দিয়েছি।

এর আগে শফিকুল আলম ফেসবুক পোস্টে লেখেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তার প্রেস সচিব হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমি তাকে এবং জাতির সেবার এ সুযোগ পেয়ে গর্বিত। আমি এখনো নিয়োগপত্র পাইনি। আশা করছি, দু-একদিনের মধ্যে পেয়ে যাবো।

এম.কে
১৩ আগস্ট ২০২৪

আরো পড়ুন

মৃত্যুর ঝুঁকি নিয়ে জীবন বদলাতে চায় সিলেটের তরুণরা

অনলাইন ডেস্ক

নতুন আতঙ্কের নাম ‘ই-বর্জ্য’

অন্তর্বর্তী সরকারকে সুখবর চীন ও কানাডার