TV3 BANGLA
বাংলাদেশ

ড. ইউনূস তো আমাদেরইঃ বিএনপি মহাসচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিজেদের মনোনীত বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‌‌ড ইউনূস তো আমাদেরই। আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি যে এই ইন্টেরিম গভর্মেন্টের দায়িত্ব তিনি পালন করবেন।‌‌

বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।

গোটা সমস্যার মূল হিসেবে ‘গণতন্ত্রের অভাব’কে উল্লেখ করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান কাজ হিসেবে মনে করেন তিনি। তিনি বলেন, যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন, ততো তিনি সাফল্য অর্জন করবেন। অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারে প্রত্যাবর্তন করতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগের কথাও বলেন তিনি।

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সিলেটের বাতাস সবচেয়ে ভালো, খারাপ ঢাকার

বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মকঃ অ্যাটর্নি জেনারেল

৯৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা প্রতিবেদন