4.7 C
London
December 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ঢাকায় ‘মার্চ ফর গাজা’ দেখে আপ্লুত যুবক, ‘আমি আরব জাতীয়তা নিয়ে লজ্জিত’

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রতিবাদ হয়ে আসছে। এরই মাঝে শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশের ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ বিশ্বজুড়ে নজর কেড়েছে। আয়োজনটি বিদেশি গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনের পাশাপাশি বিভিন্ন প্রান্তের মুসলিমদেরও প্রশংসা কুড়াচ্ছে।

ঢাকার ‘মার্চ ফর গাজা’ নিয়ে মাজদি বেনগাজি নামে এক আরব যুবকের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। গাজার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি লিখেছেন, ‘শপথ করে বলছি, তাদের সামনে আমি আমার আরব জাতীয়তা নিয়ে লজ্জিত।’

গত দুইদিনে ‘মার্চ ফর গাজা’ ও বাংলাদেশ নিয়ে একাধিক পোস্ট করেছেন মাজদি বেনগাজি। এক পোস্টে তিনি বলেন, কেউ কেউ বাংলাদেশের মানুষকে বলছেন: চিৎকার-চেচামেচি করে লাভ নেই। তারা তো অন্তত কিছু একটা করেছেন আর আপনারা পর্দার পেছনে বসে মানুষের সমালোচনা ছাড়া কী করছেন।

আরেকটি পোস্টে মাজদি বেনগাজি লিখেছেন, গাজার পাশে বাংলাদেশ হলে হয়তো এতো কষ্ট হতো না…কিন্তু জাহাজের যেদিকে প্রয়োজন, বাতাস তো আর সেদিকে বয়ে চলে না।

অপরদিকে, বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচির খবর বার্তা সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, দ্য ইন্ডিপেনডেন্ট, আরব নিউজ, এমনকি টাইমস অব ইসরায়েলসহ বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তাদের প্রতিবেদনে, রাজধানীতে ইসরাইলবিরোধী বিক্ষোভে লাখ মানুষের সমাবেশের খবর উঠে আসে। একইভাবে উঠে এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষের হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানের ঘটনাও।

কোনো কোনো বৈশ্বিক গণমাধ্যম ১ লাখ মানুষের কথা উল্লেখ করলেও আরব নিউজ জানিয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন ১০ লাখের বেশি মানুষ। এটিকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৪ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

ওসমান হাদির ওপর হামলার পর রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে, ষড়যন্ত্রের অডিও ঘিরে দেশজুড়ে আতঙ্ক

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

‘হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছিঃ পররাষ্ট্র উপদেষ্টা