21.4 C
London
April 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ঢাকায় প্রতি ১০ লাখে ১৪ হাজারেরও বেশি আক্রান্ত

  • শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা
  • ২৪ ঘণ্টায় মৃত্যু ২৭ জনের
  • মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৫২ হাজার ৫০২ জন
ফাইল ফটো

দেশে করোনা ভাইরাস সংক্রণে ঢাকা বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এখানে সংক্রমণের হার প্রতি ১০ লাখে ১৪ হাজার ৮২৪ দশমিক দুই জন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস পরিস্থিতি প্রতিবেদন-২৩’ (সর্বশেষ তিন আগস্ট পর্যন্ত পরিসংখ্যান) থেকে এমন তথ্য জানা গেছে।

অনলাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেফারেন্স তুলে ধরে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ঢাকা বিভাগের মধ্যে সংক্রমণের হারের দিক দিয়ে সর্বনিম্ন টাঙ্গাইলে। সেখানে প্রতি ১০ লাখে ৩৯৬ দশমিক ৫ জন আক্রান্ত। এরপর ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুরের অবস্থান।

বুলেটিনে বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন আরও ২৭ জন। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৩৩৩ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৮৫১ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৫২ হাজার ৫০২ জন।

পিসিআর-ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৬৯৯টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জনে।

৭ আগস্ট ২০২০

আরো পড়ুন

যুক্তরাজ্যে ৩৬০টি বাড়িসহ সাবেক ভূমিমন্ত্রী সব সম্পদ জব্দের আদেশ

নিউজ ডেস্ক

মেট্রোরেল চলাচলে প্রস্তুত, তবে বাধা কর্মবিরতি

টিউলিপ সিদ্দিকের ভাইবোনদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ