5.1 C
London
February 12, 2025
TV3 BANGLA
Uncategorized

ঢাকা মিশনে মালয়েশিয়ার নতুন হাইকমিশনার

মালয়েশিয়ার নতুন হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, ফাইল ফটো

নিউজ ডেস্ক: ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন হাজনাহ মো. হাশিম। শনিবার (৩১ অক্টোবর) তিনি ঢাকা মিশনে যোগ দেন।

ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন জানায়, শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর মালয়েশিয়া হাইকমিশন কর্মকর্তারা তাকে স্বাগত জানিয়েছেন।

হাজনাহ মো. হাশিম মালয়েশিয়ার হাইকমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক ও পরিবেশ বিভাগের আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ব্রুনাইয়ের মালয়েশিয়া মিশনে তিনি বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন।

ঢাকায় মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে আমীর ফরিদ আবু হাসান দায়িত্ব পালন করে আসছিলেন।

৩১ অক্টোবর ২০২০
এনএইচ

আরো পড়ুন

Queen’s address to the nation

Health Advice with Dr. Zaker Ullah

ইউরোপের সবচেয়ে দূষিত ও অস্বাস্থ্যকর শহর লন্ডন!

অনলাইন ডেস্ক