রেকর্ড গড়া পুঁজি নিয়ে বোলিং-ফিল্ডিংয়ে অসাধারণ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় তোলে নিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে গুঁড়িয়ে স্মরণীয় জয়ের উচ্ছ্বাসে ভাসল বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের জয় ১১৯ রানে।
এই সংস্করণে রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। ২০১১ সালে সাভারের বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৮২ রানে জয় ছিল আগের রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ ওয়ানডেতে বাংলাদেশের এটি তৃতীয় জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম। ২০১২ সালে মিরপুরে ২ উইকেটে ও ২০১৭ সালে কক্সবাজারে জয় ছিল ১০ রানে।
দক্ষিণ আফ্রিকার ইষ্ট লন্ডনে শনিবার ওয়ানডে সংস্করণে নিজেদের সর্বোচ্চ ২৫০ রান বাংলাদেশ করে স্রেফ ৩ উইকেট হারিয়ে। ২০২২ বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান ছিল আগের রেকর্ড।
বাংলাদেশের স্পিনারদের দাপটে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৩১ রানে।
১০০ বলে ক্যারিয়ার সেরা ৯১ রানের অপরাজিত ইনিংস খেলে রেকর্ড গড়া জয়ের নায়ক মুর্শিদা। বিশেষ করে ১৬ই ডিসেম্বরের বিজয় দিবসের দিনে এই জয় অনন্য মর্যাদা দিয়েছে বাংলাদেশকে।
এম.কে
১৭ ডিসেম্বর ২০২৩