6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

দক্ষ কর্মীদের ভিসা দেওয়া বাড়িয়েছে জার্মানি

জার্মানি চলতি বছর দক্ষ চাকরিপ্রার্থীদের প্রায় দুই লাখ ভিসা দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।

স্থানীয় সময় রোববার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অভিবাসন আইন সহজ করায় এই বৃদ্ধি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দক্ষ জনবলের সংকট কাটাতে জার্মানি কানাডার মতো পয়েন্টের ভিত্তিতে দক্ষ কর্মীদের জার্মানিতে আসার সুযোগ তৈরি করেছে। এ জন্য ‘অপরচুনিটি কার্ড’ চালু করেছে জার্মানি। এই কার্ডের কারণে পেশাজীবী ও বিশ্ববিদ্যালয় পাস করা শিক্ষার্থীদের জার্মানিতে পড়ালেখা ও চাকরি খোঁজার সুযোগ বেড়েছে। বর্তমানে জার্মানিতে প্রায় ১৩ লাখ ৪০ হাজার পদ খালি আছে।

গত পাঁচ বছরে জার্মানিতে ১৬ লাখ চাকরি সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৮৯ শতাংশ চাকরি পেয়েছেন বিদেশিরা।

সরকারি বিবৃতিতে জানানো হয়, অভিবাসন আইন সহজ করার পর নন-ইইউ দেশের শিক্ষার্থীদের ভিসা ইস্যুর হার ২০ শতাংশের বেশি বেড়েছে, শিক্ষানবিশ ভিসা দিগুণ হয়েছে। এছাড়া বিদেশি পেশাদার সার্টিফিকেটের স্বীকৃতি ৫০ শতাংশ বেড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, মেধাবী তরুণেরা জার্মানিতে তাদের প্রশিক্ষণ ও পড়াশোনা আরও সহজে সম্পন্ন করতে পারছেন।

তিনি আরও জানান, অপরচুনিটি কার্ডের জন্য অভিজ্ঞ ও সম্ভাব্য কর্মীরা এখন আরও দ্রুত ও সহজে উপযুক্ত চাকরি খুঁজতে পারছেন।

 

এদিকে পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানান, জার্মানির দক্ষ অভিবাসন আইন এখন ইউরোপের সবচেয়ে আধুনিক অভিবাসন আইন।

এম.কে
১৮ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

দেশের মাটিতে পা রাখলেন ড. ইউনূস

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিলের ঘোষণা ইসরাইলের

‘বিধ্বংসী’ ৪৭ দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া