TV3 BANGLA
বাংলাদেশ

দলবাজ বিচারপতিদের পদত্যাগের দাবিতে আলটিমেটাম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগকৃত দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

আজ সোমবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সমাবেশে বক্তারা ২০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টে দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগ করতে হবে বলে আল্টিমেটাম দেন। তারা বলেন, ২০ অক্টোবরের পর দলবাজ বিচারপতিদের বিচারকাজে অংশ নিতে দেওয়া হবে না। চিহ্নিত ওই বিচারপতিরা স্বেচ্ছায় পদত্যাগ না করলে অপসারণের উদ্যোগ নিতে প্রধান বিচারপতি ও সরকারের প্রতি দাবি জানান আইনজীবীরা।

এম.কে
০১ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

দেশের সব উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ

গুলশানে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

সৌদিতে অবতরণের অনুমতি এখনো পায়নি বিমান

অনলাইন ডেস্ক