6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

দুই কোটি যাত্রীর হাব হতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দর

বর্তমানে বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন প্রায় এক কোটি যাত্রী। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রী সংখ্যা অন্য যেকোনো সময়ের তুলনায় এখন বেশি। প্রতিদিন ৩০-৩৫ হাজার যাত্রী দেশের সবচেয়ে বড় এ বিমানবন্দর ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। সেই হিসাবে গত এক বছরে প্রায় ১ কোটি যাত্রী এ বিমানবন্দর ব্যবহার করেছেন।

আগামী বছরের শুরুর দিকে পূর্ণাঙ্গভাবে চালু হতে যাচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল। আর এই টার্মিনাল চালু হলে যাত্রীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ বছরে প্রায় দুই কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য পাওয়া গিয়েছে।

সম্প্রতি থার্ড টার্মিনাল পরিদর্শন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান (বেবিচক) মঞ্জুর কবীর ভূইয়া। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক যোগাযোগের গেটওয়ে হিসেবে এই টার্মিনালের বিশেষ গুরুত্ব রয়েছে। এজন্য অবশিষ্ট কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘রেকর্ড সংখ্যক যাত্রী দেশের সবচেয়ে বড় এই বিমানবন্দর ব্যবহার করছেন। আমাদের সেবার পরিধিও বাড়ছে। থার্ড টার্মিনাল হস্তান্তরের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এটি চালু হলে বিশ্বের বড় বিমানবন্দরের রূপ লাভ করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।’

তিনি বলেন, ‘‘বর্তমানে বছরে প্রায় কোটির মতো যাত্রী এ বিমানবন্দর ব্যবহার করছে। এর অর্থ হলো, বিমানবন্দরের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। দেশের বাইরে যেসব প্রবাসী, আমরা যাদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলি, তাদের ক্ষেত্রে আমরা বিশেষ নজর নিচ্ছি। তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেই বিষয়টা লক্ষ্য রাখা হচ্ছে।’’

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, কোভিডের সময়ে বিশ্বের অন্যান্য বিমানবন্দরের মতো শাহজালালেরও যাত্রী সংখ্যা কমে গিয়েছিল। তবে এরপর থেকে যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ১৬০/১৭০টি উড়োজাহাজ যাত্রী নিয়ে আসা-যাওয়া করে। আর কার্গো মিলিয়ে প্রায় ৩০০ থেকে ৩৫০টি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দর ব্যবহার করছে।

বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলেছেন, যাত্রীর নিরাপত্তাসহ নানা সুযোগ-সুবিধা দিতে এভিয়েশন সিকিউরিটির দায়িত্বে থাকা সদস্যরাও কাজ করে যাচ্ছেন। যাত্রীরা যেন হয়রানি, চুরি বা লাগেজ কাটার মতো ঘটনার শিকার না হন, আমরা সেটি নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

তারা বলেন, যাত্রীর সন্তুষ্টি আমাদের সন্তুষ্টি। আমাদের কারণে যেন তারা শাহজালালকে নিরাপদ মনে করে এটিকে ব্যবহার করতে পারেন, সেই চেষ্টাই আমাদের রয়েছে।

এম.কে
২৮ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন শমী কায়সার

নিউ ইয়র্কে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক, স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক এগিয়ে নিতে একমত

হাসিনার পতনে যেসব চ্যালেঞ্জের মুখে ভারত