10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

নতুন উপদেষ্টা সেখ বশিরের বিরুদ্ধে মশাল মিছিল

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় শপথ অনুষ্ঠান শেষে শেখ বশিরের বিরুদ্ধে তারা মশাল মিছিল করেন।

মশাল মিছিলে অংশগ্রহণকারীরা বশির উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেন। তারা উপদেষ্টা পরিষদে শেখ বশিরের জায়গা পাওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। তারা অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে শেখ বশিরকে সরিয়ে দেয়ার দাবি জানান।

মশাল মিছিলে অংশ নেয়া গণপরিষদের এক কর্মী বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান।

এম.কে
১১ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

আলোচিত সেই মাফলার ‘নিলামে’ বিক্রি করবেন প্রেস সচিব

সিলেট সিটিকে মাত্র দ্বিগুণ করা একটি ডিজাস্টার: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৫ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া