-0.9 C
London
January 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

‘নতুন বাংলাদেশে’ আমার মা-বাবার হত্যার বিচার চাইঃ মেঘ

‘নতুন বাংলাদেশে’ সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার চেয়েছেন তাদের সন্তান মাহির সরওয়ার মেঘ। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশ পুনর্জন্ম: ৩৬ জুলাইয়ের পথে’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে পুনরায় এ দাবি তুলে ধরেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া’ (বিজেআইএম) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীটি ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে ৬ ও ১১ ডিসেম্বর বন্ধ থাকবে।

প্রদর্শনীর উদ্বোধন করেন মাহির সারওয়ার মেঘ। পরে তিনি বলেন, আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই। শুধু সাংবাদিকতা করার কারণে তাদের প্রাণ দিতে হয়েছে। নতুন বাংলাদেশে আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই।

উদ্বোধন অনুষ্ঠানে বিজেআইএমের আহ্বায়ক স্যাম জাহান বলেন, ন্যায়, নীতি, সত্য ও সাহসের পথে যতদিন সাংবাদিকরা থাকবেন, ততদিন আর কোনও দানব এ জাতির ঘাড়ের ওপর চড়ে বসতে পারবে না।

অনুষ্ঠানে জুলাই-আগস্টের নিহতদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিক জীবন আহমেদ, শরীফ খিয়াম আহমেদ, ইয়ামিন সাজিদ, সাইফ হাসনাত ও মুহাম্মদ আলী মাজেদ।

এ সময় বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক উপস্থিত ছিলেন। আলোকচিত্রী ও বিজেআইএম সদস্য কেএম আসাদ প্রদর্শনীর কিউরেটরের দায়িত্ব পালন করেন।

এম.কে
০৩ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে যুক্তরাজ্য রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবেঃ আসিফ নজরুল

ভারতের অভ্যন্তরে ২০০ একর জমি পেতে যাচ্ছ বাংলাদেশ