সৌদি আরব ক্রিকেটে দীর্ঘমেয়াদি বড় পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নেওয়ার একটি প্রস্তাব দিয়েছিল। প্রায় দুই মাস আগে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পৌঁছায়।
প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশি ক্রিকেটাররা সৌদি আরবে গেলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং একটি নির্দিষ্ট সময় পর তারা সৌদি আরবের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ পাবেন। ক্রিকেটে দ্রুত উন্নতি এবং আন্তর্জাতিক মানে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতেই এই কৌশল গ্রহণ করতে চেয়েছিল সৌদি কর্তৃপক্ষ।
তবে সৌদি আরবের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের ক্রিকেটারদের অন্য দেশের জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়ার বিষয়ে বোর্ড সম্মত নয়।
বিসিবির অবস্থান হলো—দীর্ঘদিনের বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশি ক্রিকেটাররা দেশের সম্পদ। কোনো পরিস্থিতিতেই জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক এমন সিদ্ধান্ত নেওয়া হবে না।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, সৌদি আরবের প্রস্তাবটি আর্থিক ও সুযোগের দিক থেকে আকর্ষণীয় হলেও এটি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও খেলোয়াড় উন্নয়ন দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিসিবির এই সিদ্ধান্তে দেশের ক্রিকেট কাঠামো ও জাতীয় পরিচয়ের বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।
সূত্রঃ ক্রিকবাজ
এম.কে

