2.7 C
London
January 12, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নাগরিকত্ব ফিরে পেলেন রাষ্ট্রহীন হওয়া সেই ব্রিটিশ বাংলাদেশি

হোম অফিস দ্বারা নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্তের “বিধ্বংসী” প্রভাব বর্ণনা করেন একজন ব্রিটিশ। ৫ বছর আগে তার নাগরিকত্ব বাতিল হয়। বর্তমানে সরকার সতর্কতা ছাড়াই একজন ব্যক্তির নাগরিকত্ব অপসারণের নতুন ক্ষমতা রাখে।

 

৪০ বছর বয়সী এই ব্যক্তি, যিনি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশে আটকে থাকার পরে এই সপ্তাহে যুক্তরাজ্যে ফিরে এসেছেন। তার দ্বিতীয় কন্যার জন্মের খবরে দেশ ছাড়ার পরেই তিনি জানতে পারেন তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের খবর।

 

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে- তিনি যখন বাংলাদেশে ভ্রমণ করেছিলেন তখন যুক্তরাজ্যে কর্মরত ছিলেন, কিন্তু তার স্ত্রীকে তার সাথে যোগদানে স্পনসর করার জন্য যথেষ্ট উপার্জন করতে পারেননি, এবং তখন থেকেই তিনি তার স্ত্রী এবং তিন কন্যাকে নিয়ে রাষ্ট্রহীন এবং নিঃস্ব ছিলেন। উল্লেখ্য, এই ৫ বছরে বাংলাদেশে থাকাকালীন তিনি আরেক কন্যাসন্তান জন্ম দেন যার ব্রিটিশ নাগরিকত্ব নেই।

 

তবে হোম অফিসের আদেশ অনুসারে, তিনি ছিলেন ‘একজন ইসলামি চরমপন্থী, যিনি পূর্বে সন্ত্রাস-সম্পর্কিত কার্যকলাপে অংশগ্রহণের জন্য বিদেশে ভ্রমণ করতে চেয়েছিলেন’ এবং তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

 

যদিও যুক্তরাজ্য সরকার তার নাগরিকত্ব পুনর্বহাল করেছে। তার আইনজীবীরা বলছেন যে তারা হোম অফিসের দাবির সমর্থনে কোনো ব্যাখ্যা বা কোনো নির্দিষ্ট বিবরণ পাননি।

 

পর্যবেক্ষকদের তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগটি এতটাই অস্পষ্ট যে এটি এমনও পরামর্শ দেয় আমি সন্ত্রাসবাদের সাথে সম্পর্কিত একটি অনির্দিষ্ট কার্যকলাপে অংশ নেওয়ার জন্য কিছু অজানা গন্তব্যে ভ্রমণ করার চেষ্টা করেছি৷

 

‘পৃথিবীতে আপনি কীভাবে এমন অভিযোগের বিরুদ্ধে নিজেকে রক্ষা করবেন, বিশেষ করে যখন সরকার গোপন প্রমাণের উপর নির্ভর করে? আমার আইনজীবীরা যা প্রমাণ পেয়েছেন তা প্রায় সম্পূর্ণরূপে সংশোধন করা হয়েছে, তাই সরকার কী উল্লেখ করছে তা আমি জানি না।’

 

তিনি আরো বলেন, ‘আমাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলো না কেন? আমার বিরুদ্ধে এক টুকরো প্রমাণ না দেখিয়ে কেন আমাকে এভাবে শাস্তি দেওয়া হলো? সরকারের উচিত স্বীকার করা যে তারা ভুল করেছে এবং তা মেনে নিতে হবে।’

 

উল্লেখ্য, ৫ বছর আগে ৩ জুন ২০১৭, তার মায়ের লন্ডনের ঠিকানায় নাগরিকত্ব বাতিলের নোটিশ পাঠানো হয়েছিল। হোম অফিস এটি অনুসরণ করে তার মাকে একটি কল করে জানিয়েছিল যে ওই ব্যক্তি যুক্তরাজ্যে ফিরে আসতে পারবে না।

 

তার ব্রিটিশ নাগরিকত্ব পুনরুদ্ধার করা হয়েছিল একটি রায়ের পর তবে, তাকে কার্যকরভাবে রাষ্ট্রহীন করে রাখা হয়েছিল। কারণ তিনি তার পিতামাতার মতো বাংলাদেশি নাগরিকত্ব পেতে পারেননি। তিনি ২১ বছর বয়সের মধ্যে এটি দাবি না করায় সেই অধিকারটিও হারিয়েছিলেন।

 

১৭ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

থ্রেডস ছেড়ে চলে গেছে অর্ধেকের বেশি ব্যবহারকারী

গাড়ির নিচে আটকে পড়া নারীকে নিয়েই ছুটলেন চালক!

অনলাইন ডেস্ক

ইউরোপে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯০

অনলাইন ডেস্ক