TV3 BANGLA
আন্তর্জাতিক

নিউইয়র্কের প্রথম মুসলিম ও সর্বকনিষ্ঠ মেয়র হচ্ছেন জোহরান মামদানি

৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন। সিএনএনের প্রক্ষেপণ অনুযায়ী, তিনি শহরের ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র, পাশাপাশি সবচেয়ে কম বয়সী নির্বাচিত মেয়র হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন।

শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, বাড়িভাড়া স্থিতিশীল রাখা, গণপরিবহন বিনামূল্যে করা ও সর্বজনীন শিশু যত্ন নিশ্চিত করার মতো প্রতিশ্রুতিতে মামদানি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন।

এই নির্বাচনে তিনি পরাজিত করেছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে। এর আগে ডেমোক্র্যাটিক প্রাইমারিতেও কুয়োমোকে হারিয়েছিলেন তিনি।

মামদানির এই জয়কে যুক্তরাষ্ট্রজুড়ে প্রগতিশীল রাজনীতির বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে হুমকি দিয়ে জানিয়েছেন, তিনি জিতলে নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন।

একই সঙ্গে ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর ক্যালিফোর্নিয়ায় কংগ্রেসীয় আসনগুলো ডেমোক্র্যাটদের অনুকূলে পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে ভোট চলছে।

সূত্রঃ বিবিসি, সিএনএন

এম.কে

আরো পড়ুন

আর্টের ধরন বদলে দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা

অবশেষে খুলে দেয়া হলো আফ্রিকার সর্ববৃহৎ মসজিদ

হার্ভার্ডে ভর্তি হতে না পারার অপমানেই কি ট্রাম্পের প্রতিশোধ?