TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

নিউইয়র্কে প্রকাশ্যে আযানের অনুমতি

চার দেয়ালের ভেতরে আর নয়, আজান এবার প্রকাশ্যে। নিউইয়র্কে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মুসলিমদের। শনিবার শহরের মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেওয়ার অনুমোদন দেয়। মুসলিম কমিউনিটির আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের এই ঘোষণায় আনন্দের জোয়ার বইছে মুসলিম সমাজে।

রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতীত কোথায়ও উচ্চ আওয়াজে মাইক ব্যবহার করা যাবে না। সেই কারণে ফজর এবং এশা ব্যতীত এখন থেকে জোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজানের জন্য আর অনুমতি লাগবে না।

তবে এই তিন সময়ের আজানেও সাউন্ড লিমিট মানতে হবে। সেই সঙ্গে প্রতিবেশী কমিউনিটির সুবিধা-অসুবিধার বিষয়টিকেও দৃষ্টি রাখতে হবে।

এম.কে
২৮ আগস্ট ২০২৩

আরো পড়ুন

ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়বে মধ্যপ্রাচ্যের ১৬ হাজার স্বেচ্ছাসেবক!

ইরানকে সামরিক হুমকি দিলে “অপূরণীয় ক্ষতি” হবেঃ যুক্তরাষ্ট্রকে খামেনির হুঁশিয়ারি

ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় বিশ্বকে প্রস্তুত থাকতে হবে